পাকিস্তান ক্রিকেট

সরফরাজ-মালিকদের প্রতি কৃতজ্ঞ বাবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:26 শনিবার, 11 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

ক্যারিয়ারের শুরুতে কিছুতেই বড় রান করতে পারছিলেন না বাবর আজম। পাকিস্তান দলের দুই সিনিয়র ক্রিকেটার সরফরাজ আহমেদ এবং শোয়েব মালিকের সাহায্যে সেই সমস্যা কাটিয়ে উঠেছেন পাকিস্তানের সীমিত ওভারের এই অধিনায়ক।

তাই মালিক এবং সরফরাজকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বাবর জানিয়েছেন, তিনি দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে অনেক সময় কাটান। এটাই তাঁকে অনেক সাহায্য করেছে।

এ প্রসঙ্গে বাবর বলেন, 'আগে আমি কিছুতেই ৬০ এবং ৮০ গুলোকে সেঞ্চুরিতে রূপান্তরিত করতে পারছিলাম না। এখন দেখবেন আমি প্রায়ই তিন অঙ্কে যাচ্ছি। শোয়েব মালিক এবং সরফরাজ আহমেদদের মতো খেলোয়াড়রা আমাকে অনেক সাহায্য করেছেন এবং সিনিয়দের সঙ্গে যতক্ষণ থাকি কিছু শেখার চেষ্টা করি।'

বাবর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।

টেস্ট সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর। আগামী ৫ আগস্ট প্রথম টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ইংল্যান্ড সিরিজ শুরু হবে।