সেরা একাদশ

কোহলি নয়, মুডির অধিনায়ক রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:47 বৃহস্পতিবার, 09 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ের সেরা টি-টোয়েন্টি একাদশ বাছাই করেছেন টম মুডি। যেখানে অধিনায়ক হিসেবে ভিরাট কোহলিকে নয় রোহিত শর্মাকে পছন্দ সাবেক এই অজি ক্রিকেটারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একাধিক শিরোপা জেতায় রোহিতকে অধিনায়ক হিসেবে পছন্দ তার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ লাইভে এ কথা জানিয়েছেন তিনি। মুডির একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মা। নেতৃত্বেও দেখা যাবে ভারতের এই সহ অধিনায়ককে। 

তিন নম্বরে মুডির পছন্দ বিরাট কোহলিকে। সাবেক এই অজি ক্রিকেটার চার নম্বর পজিশনের জন্য বেঁছে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্সকে। তবে পাঁচ নম্বর পজিশনে মুডির একাদশে রয়েছে চমক। 

উইকেট রক্ষক হিসেবে ইংল্যান্ডের জস বাটলারকে না নিয়ে ওয়েট ইন্ডিজের নিকোলাস পুরানকে রেখেছেন তিনি। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই ক্যারিবিয়ান এই ক্রিকেটারকে নিজের একাদশে জায়গা দিয়েছেন মুডি। 

ছয় এবং সাত নম্বরে আরও দুই ক্যারিবান আন্দ্রে রাসেল এবং সুনিল নারিনকে রেখেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই কোচ। পেস বোলিং বিভাগে নেতৃত্ব দিতে মুডির পছন্দ মিচেল স্টার্ককে। 

অজি এই পেসারের সঙ্গে জুটি বাধবেন ইংল্যান্ডের জফরা আর্চার এবং ভারতের জাস্প্রিত বুমরাহ। একাদশে স্পিনার হিসেবে আছেন আফগানিস্তানের রশিদ খান। দ্বাদশ ক্রিকেটার হিসেবে মুডির আস্থা রেখেছেন রবীন্দ্র জাদেজার ওপর।

মুডির টি-টোয়েন্টি একাদশঃ ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনিল নারিন, মিচেল স্টার্ক, জোফরা আর্চার, রশিদ খান, জাস্প্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা (দ্বাদশ)।