বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

অক্টোবরে শ্রীলঙ্কা সফরের সুযোগ বাংলাদেশের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:28 বৃহস্পতিবার, 09 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি সপ্তাহেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসতে পারে, বিশ্ব গণমাধ্যম এমনটাই জানিয়েছে। এ ছাড়া এশিয়া কাপ বাতিলের ঘোষণা দিয়েই দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এই টুর্নামেন্ট দুটি বাতিল হলে চলতি বছর আর কোনো খেলাই নেই বাংলাদেশের।

তাই শ্রীলঙ্কার বিপক্ষে আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাতিল হলে শ্রীলঙ্কাও মুখিয়ে থাকলে খেলার জন্য।

এই টুর্নামেন্ট দুটি না হলে, আগস্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। এর ফলে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টির আসর আয়োজন আপাতত ভেস্তে যেতে পারে। 

এর আগে শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফেরার সুযোগ ছিল বাংলাদেশের। যদিও ক্রিকেটারদের আপত্তি আর প্রস্তুতির ঘাটতি থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রাজি হয়নি বাংলাদেশ।

যদিও সিরিজটি অক্টোবরে হলে কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। 'দৈনিক সমকালের' সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'এশিয়া কাপ ও বিশ্বকাপ না হলে সে সময়ে শ্রীলঙ্কায় খেলা যেতে পারে। এসিসি ও আইসিসির সিদ্ধান্তের পরই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ নিয়ে আলোচনা করা যেতে পারে।' 

জাতীয় দলের আগে শ্রীলঙ্কা যেতে পারে এইচপি দল। বিসিবি এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় 'দৈনিক সমকালকে' জানান, 'এইচপি দলের সফরটি পিছিয়ে সেপ্টেম্বরে করতে শ্রীলঙ্কাকে ই-মেইল করা হয়েছে। বোর্ড চাইলে সিরিজটি হতে পারে।'

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজ বাতিল হয়েছে আগেই। তবুও হোম সিরিজেই বেশি আগ্রহ বাংলাদেশের। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। 

নিজামউদ্দিন বলেছেন, 'অ্যাওয়ে সিরিজের চেয়ে আমাদের অগ্রাধিকার থাকবে হোম সিরিজ। কভিডের কারণে যে সিরিজগুলো স্থগিত করা হয়েছে সেগুলোর আয়োজন করা। অ্যাওয়ে সিরিজ তো যে কোনো সময় খেলা যায়। তার জন্য বেশি কিছু করতে হবে না। ২০ ক্রিকেটার প্রস্তুত হয়ে বিদেশে খেলতে যাবে। কিন্তু আসল পরীক্ষা হোম সিরিজ আয়োজন করা। যেটা করতে হলে বড় ধরনের প্রস্তুতি নিতে হবে। সেটাই করতে চেষ্টা করব আমরা।'