আইপিএল

অবসর নিয়ে ভাবছেন না ধোনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:54 বৃহস্পতিবার, 09 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে ম্যানচেস্টারের নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর তাঁকে আর ব্যাট হাতে দেখে যায়নি। তাও এক বছর হয়ে গেছে। এরপর থেকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে অবসর নেবেন ধোনি?

নিজের অবসর নিয়ে ধোনি নিজে কি ভাবছেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়কের ম্যানেজার মিহির দিবাকর। তিনি জানিয়েছেন ধোনির ভাবনায় নেই অবসর। 

তিনি বলেছেন, 'বন্ধু হয়েও আমরা ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলি না। কিন্তু তাকে দেখে মনে হয় অবসর নিয়ে একদমই ভাবছে না। সে আইপিএল খেলতে মুখিয়ে আছে। এ জন্য কঠোর পরিশ্রমও করেছে। সবার নিশ্চয়ই মনে আছে, লকডাউনে সব কিছু বন্ধ হওয়ার এক মাস আগে সে চেন্নাই গিয়েছিল।'

করোনার এই সময়ে নিজের খামার বাড়িতে দিনযাপন করছেন ধোনি। এ বছর আইপিএল হলে আর পরিস্থিতির উন্নতি হলে ধোনি আবারও মাঠে ফিরবেন বলে জানিয়েছেন দিবাকর। চেন্নাই দলপতি নিজের ফিটনেস ধরে রেখেছেন বলেও জানালেন তাঁর ম্যানেজার।

দিবাকরের ভাষ্য, 'খামার বাড়িতে সে নিজের ফিটনেস ধরে রেখেছে। লকডাউন তুলে নেওয়া হলেই অনুশীলন শুরু করবে। পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় তার ওপর নির্ভর করছে সব কিছু।'

বিশ্বকাপের পর কোনো ধরনের প্রতিযোগীতামূলক ক্রিকেটে খেলেননি ধোনি। ভারতের অধিনায়ক রবি শাস্ত্রী চেয়েছিলেন, আইপিএলে ভালো করেই আবার জাতীয় দলে ফিরুক ধোনি। যেহেতু আইপিএল নিয়েই শঙ্কা রয়েছে, তাই ধোনির ক্যারিয়ার নিয়েও ধোঁয়াশা সরেনি।