বাংলাদেশ ক্রিকেট

পেস বোলিংয়ে বাংলাদেশের ভরাডুবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:56 বৃহস্পতিবার, 09 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত সবচেয়ে কম উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এ সময়ে খেলা ১৫টি টেস্টে মাত্র ৪৮টি উইকেট নিতে পেরেছেন আবু জায়েদ রাহি-মুস্তাফিজুর রহমানরা। গড়ে ৫০.০৬ রানে তারা একটি করে উইকেট নিয়েছেন!

এর মধ্যে ২০১৮ সালে বাংলাদেশ খেলেছে আটটি টেস্ট, নয়টি খেলেছে ২০১৯ সালে। চলতি বছরে করোনার প্রাদুর্ভাবের আগ পর্যন্ত খেলেছে দুটি টেস্ট। 

উল্লিখিত সময়ের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে ইংল্যান্ডের পেসাররা। ২৮ ম্যাচে ৩৩২টি উইকেট নিয়েছে তারা। গড়ে ২৬.৭৮ রান খরচায় নিয়েছে একটি করে উইকেট।

তালিকায় এরপর আছে ভারতের পেসাররা। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামিরা ২৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৯২টি উইকেট। গড়ে ২১.৩৩ রানে একটি করে উইকেট নিয়েছে তারা। এই তালিকায় সবচেয়ে ভালো গড় ভারতের।

তালিকায় তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ২৩ ম্যাচে ২৫.৪৫ পেস বোলিং গড়ে ২৮৫টি উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা।