ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ক্রিকেট প্রত্যাবর্তনের দিনে বৃষ্টির হানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:54 বৃহস্পতিবার, 09 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপ কাটিয়ে ১১৭ দিন পর মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও ক্রিকেট প্রত্যাবর্তনের দিনটি বৃষ্টির পেটেই গিয়েছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাউদ্যাম্পটন টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৮২ মিনিট। মাত্র ১৭.৪ ওভার!

এতে ইংল্যান্ড সংগ্রহ করেছে এক উইকেটে ৩৫ রান। ওপেনার ররি বার্নস ২০ ও জো ডেনলি ১৪ রানে ব্যাটিং করছেন। টস জিতে এদিন ব্যাটিং বেছে নেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস।

ইনিংসের দশম বলে ডম সিবলিকে হারায় ইংল্যান্ড। চোট কাটিয়ে মাঠে ফেরা শ্যানন গ্যাব্রিয়েলের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফিরে যান সিবলি। এরপর আর কোনও উইকেট হারাতে দেননি বার্নস ও ডেনলি।

ম্যাচের শুরুতে ক্যারিবিয়ান পেসার কেমার রোচ প্রথম বলটি ছোঁড়ার আগমুহূর্তে দুই দলের খেলোয়াড়রা হাঁটু গেড়ে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করেন।

এ ছাড়া কয়েকদিন আগে বিদায় নেয়া ক্যারিবিয়ান কিংবদন্তি এভারটন উইকস ও বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৭.৪ ওভারে ৩৫/‌১
(বার্নস ২০*, ডেনলি ১৪*; গ্যাব্রিয়েল ১/১৯)