আইপিএল

২০ মিনিটেই রত্ন চিনেছিলেন মুডি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:20 বুধবার, 08 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৭ সালের আইপিএলে নিলাম থেকে চার কোটি রুপিতে রশিদকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে একাদশে নিতে তবুও সন্দিহান ছিলেন টম মুডি।

যদিও প্রস্তুতি ক্যাম্পে মুডিকে চমকে দিয়ে একাদশে জায়গা নিশ্চিত করেছিলেন রশিদ। ২০ মিনিটের মধ্যেই মুডির ধারণা পাল্টে গিয়েছিল। তিনি জানিয়েছেন, তখন তাঁর মনে হয়েছিল, রত্ন বাছাই করতে তিনি ভুল করেননি।

এ প্রসঙ্গে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে ক্রিকবাজের একটি আলোচনায় বুধবার মুডি বলেন, 'আইপিএলে প্রথমবার খেলার আগে একেবারে শুরুর নেট সেশনে তাকে নিয়ে কিছু প্রশ্ন ছিল আমাদের মনে। বাইরে থেকে আসা একটি বাচ্চা ছেলে হুট করেই এগিয়ে আসতে পারবে কী না, নিলামে যে মনোযোগ পেয়েছিল এরপর বড় মঞ্চে অবদান রাখতে পারবে কী না, এসব।'

'ডেভিড ওয়ার্নারসহ কয়েকজন সিনিয়রকে তার বিপক্ষে খেলতে দিলাম এবং ২০ মিনিটের মধ্যে আমি উপলব্ধি করলাম, আমরা রত্ন বাছাই করেছি। নেটে তার প্রতিযোগিতার মাত্রা দেখে আমার মনে হয়েছে, ‘'এই ছেলে খেলার জন্য প্রস্তুত।'’ কাকে বোলিং করছে এটা নিয়ে সে চিন্তিত ছিল না।'

'সে খুবই ধারাবাহিকভাবে নিজের সেরাটা দিচ্ছিল। কেউই বুঝতে পারছিল না সে কি করছিল, বুঝতে পারছিল না বল কোন দিকে ঘোরাবে। অনুশীলনের প্রথম সেশনেই সে সব চাওয়াই পূর্ণ করেছিল।'

আইপিএলে নিজের প্রথম আসরে ১৪ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন রশিদ। সেই সঙ্গে টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। এরপর থেকে দলটির নির্ভরতার প্রতিক হয়ে উঠেছেন এই আফগানিস্তানের স্পিনার।