পাপনের অস্ত্রোপচার

লন্ডনে পাপনের অস্ত্রোপচার আজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:47 বুধবার, 08 জুলাই, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  

গুরুতর অসুস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের আজ অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে লন্ডনের একটি হাসপাতালে। দীর্ঘদিন ধরেই তিনি প্রোস্টেটের সমস‌্যায় ভুগছেন।

যদিও অবস্থা এখন গুরুতর হওয়া দ্রুতই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আজ রাতেই পাপনের অস্ত্রোপচার হবে বলে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

অস্ত্রোপচারের জন্য ২১ জুন দেশ ছেড়েছেন পাপন। করোনা পরিস্থিতির কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকায় চিকিৎসা কিছুটা বিলম্ব হলেও, ৪ জুলাই থেকে চিকিৎসা শুরু করেন তিনি।

পাপনের সহকারী তওহিদ মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, পাপনের প্রোস্টেটের সমস্যা আছে। আরও আগেই হয়তো লন্ডন যেতেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আগে যেতে পারেননি। 

এদিকে, করোনা দুর্যোগের শুরু থেকেই ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে ছিলেন বিসিবি সভাপতি। প্রায় সবাইকেই অনুদান দিয়েছেন তিনি।