ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

অপেক্ষা বাড়তে পারে ক্রিকেট পিপাসুদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:23 বুধবার, 08 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হওয়ার কথা তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। 

তবে দর্শকদের ১১৭ দিনের প্রতীক্ষা বাড়তে পারে সাউদাম্পটনের আবহাওয়ার কারণে। আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্টের প্রথম দুই দিন ভারী বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে।  রিপোর্ট অনুযায়ী ম্যাচের ভেন্যুতে সকালটি থাকবে মেঘাচ্ছন্ন। কিন্তু এরপর দুপুর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি চলবে রাত পর্যন্ত।

শুধু তাই নয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টেস্টের দ্বিতীয় দিনও সারাদিন বৃষ্টির সম্ভাবনা প্রকট। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। 

অবশ্য আশার কথা হলো টেস্টের বাকি তিন দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। শুক্রবার সাউদাম্পটনের আকাশে মেঘ থাকলে বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে জানা গেছে আবহাওয়া রিপোর্টে।

একই সঙ্গে বাকি সময়ও আকাশ পরিষ্কার থাকবে ম্যাচের ভেন্যুতে। একই অবস্থা দেখা যাবে শনি এবং রবিবারও। সুতরাং সবমিলিয়ে শেষ তিন দিন খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা নেই বলে ধারণা করা যাচ্ছে।

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজটি ঘরে বসেই সরাসরি উপভোগ করতে পারবেন সমর্থকরা। টিভিতে সরাসরি ম্যাচটি দেখার জন্য দর্শকদের নজর রাখতে হবে সনি ইএসপএন, সনি ইএসপিএন এইচডি, সনি টেন ওয়ান এবং সনি টেন ওয়ান এইচডিতে চ্যানেলগুলোতে। 

এছাড়া অনলাইনেও সরাসরি সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। এর জন্য তাদেরকে টিউন করতে হবে সনি লিভ এবং এয়ারটেল টিভিতে। এছাড়া ম্যাচের লাইভ আপডেট পাওয়ার জন্য নজর রাখতে হবে ফার্স্ট পোস্ট ডট কমে।