এশিয়া কাপ ২০২০

এশিয়া কাপ বাতিল!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:10 বুধবার, 08 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাতিল হয়ে গেছে এ বছরের এশিয়া কাপ। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ভারতীয় দৈনিক আনন্দবাজারকে এ তথ্য দিয়েছেন। এখন অপেক্ষা মাত্র আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চূড়ান্ত ঘোষনার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আসন্ন এশিয়া কাপ নিয়ে শঙ্কা ছিল আগেই। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে সফর করতে রাজি ছিল না। যে কারণে আলোচনা চলছিল শ্রীলঙ্কা বা আরব আমিরাতে এশিয়ার এই টুর্নামেন্ট আয়োজন করার।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও (এসএলসি) আগ্রহী ছিল এশিয়া কাপ আয়োজনে। কারণ দেশটিতে করোনা রোগীর সংখ্যা কমে এসেছে এবং ক্রিকেটাররা নিয়ম মেনে অনুশীলনও শুরু করেছেন। এমন অবস্থায় গুঞ্জন ছিল শ্রীলঙ্কাতেই বসতে যাচ্ছে এবারের আসর।

৮ জুলাই নিজের ৪৮তম জন্মদিনে আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাতকারে গাঙ্গুলি জানিয়ে দিলেন, এ বছর আর হচ্ছে না এশিয়া কাপ। এছাড়া বিসিসিআই অক্টোবর-নভেম্বরের দিকে আইপিএল আয়োজনের ব্যাপারেও চিন্তা ভাবনা করছে।

সৌরভ বলেন, 'এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তার পরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

মরণব্যাধি এই ভাইরাসের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও রয়েছে শঙ্কা।আয়োজক অস্ট্রেলিয়ার মেলবোর্নে নতুন করে লকডাউন শুরু হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তাতে আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এ প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘টুর্নামেন্ট করার পরিকল্পনা থাকলে মেলবোর্নকে ছাড়াই করতে পারে আইসিসি। বিশ্বকাপ হবে কি না, তা পুরোপুরি আইসিসির সিদ্ধান্ত।’

‘আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভালোভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনও সম্ভাবনা আছে কি না। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।’ আরও যোগ করেন তিনি।

ভারতে করোনা পরিস্থিতি হাতের নাগালে না থাকায় বিদেশে আয়োজন করার প্রসঙ্গে বিসিসিআই সভাপতি বলেন, 'হ্যাঁ, হতে পারে। আমরা চেষ্টা করছি, দেশেই করার। আবারও বলছি, সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে দেশের পরিস্থিতির ওপর। অক্টোবর-নভেম্বরে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় এবং আমাদের দেশের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়, তা হলে দেশেই আইপিএল করার কথা ভাবা যেতে পারে।’

‘শ্রীলঙ্কা আর দুবাই নিয়ে কথাবার্তা চলছে। তবে আমাদের প্রথম পছন্দ অবশ্যই নিজেদের দেশে করা। যদি পরিস্থিতির উন্নতি হয় তবেই তা সম্ভব। আইপিএলে যে আটটা শহরের দল খেলে, তার মধ্যে পাঁচটা শহরেই করোনার প্রকোপ সাংঘাতিক। সেটাও মাথায় রাখতে হবে।’ আরও যোগ করেন সৌরভ।