বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশকে পেসার তৈরির পাথেয় দিলেন আকিব জাভেদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:02 বুধবার, 08 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভালো ফাস্ট বোলার তৈরি করার জন্য বাংলাদেশের করণীয় কি হতে পারে এই বিষয়ে পরামর্শ দিয়েছেন আকিব জাভেদ। সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় বাংলা দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেন ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ এই সদস্য। সেখানেই ভালো পেসার গড়ে তোলার পাথেয় বাতলে দেন তিনি।

বরাবরই বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী আকিব জাভেদ। এর আগে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গেও কাজ করেছেন তিনি। তাই এদেশের ক্রিকেটের সঙ্গে তাঁর সখ্যতা অনেক দিনেরই বলা যায়। দক্ষ এবং কার্যকর ফাস্ট বোলার গড়ে তোলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ডানহাতি পেসার। 

আকিব জাভেদ বলেন, 'এটা (ফাস্ট বোলার তৈরি) নির্ভর করে একজন ক্রিকেটারের মধ্যে ফাস্ট বোলার হওয়ার কি কি গুণাবলী আছে, সেটার ওপর। একজন খেলোয়াড়ের প্রকৃতি প্রদত্ত প্রতিভা ও শারীরিক গঠনের সমন্বয়ের ওপরই ফাস্ট ভালো বোলার হওয়া নির্ভর করে। ফাস্ট বোলার কোনো কর্মসূচি নিয়ে তৈরি করা যায় না। তবে এ ধরনের প্রতিভা খুঁজে বের করা ও তাদের জন্য ফাস্ট বোলিং উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।' 

বাংলাদেশের চেয়ে পাকিস্তানে পেস বোলারদের আধিক্য সাধারণত বেশি দেখা যায়। দেশটি থেকে উঠে এসেছেন ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতারদের মতো কালজয়ী পেসাররা।আকিব জাভেদের মতে ছোটবেলা থেকে টেপ টেনিস বলে বোলিং করার অভ্যাস থাকায় পাকিস্তানে পেস বোলারের সংখ্যা অপেক্ষাকৃত বেশি।  

তিনি বলেন, 'আপনি দেখুন, পাকিস্তানে কিন্তু এই অঞ্চলের অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি ফাস্ট বোলার বেরিয়ে আসে। এর একটা বড় কারণ, পাকিস্তানে অনেক তরুণই টেপ টেনিস ক্রিকেটটা বেশি খেলে। টেপ বলে হাত খুব জোরে ঘুরিয়ে বোলিং করা যায়। কিন্তু সাড়ে ৫ আউন্সের একটা ক্রিকেট বল দিয়ে আপনি বোলিং শুরু করবেন, তখন স্বাভাবিকভাবেই হাত বেশি জোরে ঘোরাতে পারবেন না। ছোটবেলা থেকে টেপ টেনিস বলে বোলিং করাটা একটা বড় কারণ পাকিস্তানে ফাস্ট বোলার বেশি তৈরি হওয়ার।' 

বাংলাদেশকে পেস বোলিংয়ে শক্তিশালী করার উপায়ও বলে দিয়েছেন আকিব। এক্ষেত্রে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পেসারদের খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে ফাস্ট বোলারদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনার কথা বলেন সাবেক এই ক্রিকেটার।  

আকিবের ভাষ্যমতে, 'আপনাকে ফাস্ট বোলার খুঁজে বের করতে হবে। আপনাকে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ করতে হবে কে জোরে বোলিং করছে। বিভিন্ন মাঠে ছেলেদের টেপ টেনিস ক্রিকেটে নজর রাখতে হবে। খাদ্যাভ্যাসও একটা বড় ব্যাপার। শারীরিকভাবে শক্তিশালী কোনো ফাস্ট বোলার খুঁজে বের করার পর প্রথমেই তাঁর হাতে ক্রিকেট বল তুলে দেওয়া যাবে না। টেপ টেনিস দিয়ে বল করিয়ে করিয়ে তাঁর বাহুর জোর বাড়াতে হবে। এরপর খাদ্যাভাস গড়ে তুলতে হবে তাঁর।'