ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

দুই অলরাউন্ডারের লড়াই দেখছেন সিমন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:48 মঙ্গলবার, 07 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপ উপেক্ষা করে লম্বা সময় পর মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের এই লড়াইয়ে চোখ রাখবে সমগ্র ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স অবশ্য বাড়তি নজর রাখবেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকসের দিকে! এই ম্যাচে নিজ দলের অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে স্টোকসের দ্বৈরথ প্রত্যাশা করছেন সিমন্স।

সিরিজের প্রথম টেস্টের আগে সিমন্স বলেন, 'আমার মনে হচ্ছে, ম্যাচটি এই দুই অলরাউন্ডারের মধ্যে একটি মাপকাঠি। আশা করব, প্রথম টেস্টে স্টোকসকে ছাড়িয়ে যেতে দরকারি সবই করতে পারবে হোল্ডার।'

স্টোকসের সামর্থ্য সম্পর্কে বেশ ভালোভাবেই জানা আছে সিমন্সের। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বেশ কয়েকটি অবিশ্বাস্য জয়ে মূল অবদান রেখেছেন স্টোকস। আইসিসির ওয়ানডে ও টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা এই অলরাউন্ডারকে নিয়ে বাড়তি সতর্ক ক্যারিবিয়ান কোচ। 

সিমন্স আরও বলেন, 'স্টোকস সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে বলে মনে করি। আগেই সে তা প্রমাণ করেছে। তাই নিশ্চিত করতে হবে, সে নিজেকে মেলে ধরার আগেই যেন তার ওপর চড়াও হওয়া যায়। কারণ, দলের জন্য যা যা প্রয়োজন, সে তাই করতে পছন্দ করে। অধিনায়ক হিসেবে স্টোকসের অভিজ্ঞতা নেই।

যদিও দীর্ঘ দিন ধরে তাদের দলটি দারুণ সফল এবং এটা তাকে সাহায্য করবে। সঙ্গে অ্যান্ডারসন, ব্রড ও অন্যান্যদের অভিজ্ঞতাও তার সঙ্গে আছে।'

নিয়মিত অধিনায়ক জো রুট না থাকার কারণেই এই ম্যাচে নেতৃত্ব দেবেন স্টোকস। সিমন্স মনে করছেন, রুট না থাকায় আরও দায়িত্বশীল হয়ে উঠবে ইংল্যান্ডের তরুণ ক্রিকেটাররা।

তিনি আরও বলেন, 'রুট না থাকায় দলের কিছু তরুণ নিজেদের ছাপ রাখতে চাইবে। মাঝেমধ্যে পরিচিত খেলোয়াড়দের চেয়ে এটা আরও বেশি ভয়ঙ্কর। তাই এটাকে সুযোগ বলার আগেই আমাদের সতর্ক থাকতে হবে।'