পাকিস্তান ক্রিকেট

শোয়েব-আজমলদের খেলতে ভয় পেতেন শচিন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:01 মঙ্গলবার, 07 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভারত বা ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য থামাচ্ছেন না শহিদ আফ্রিদি। সাবেক পাকিস্তানি অধিনায়ক এবার জানালেন, শোয়েব আখতারকে খেলতে নাকি প্রায়ই ভয় পেতেন শচিন টেন্ডুলকার!

শোয়েব ও শচিনের মাঠের দ্বৈরথ ক্রিকেটে বেশ জনপ্রিয়। পাকিস্তান ও ভারতের এই দুই মহাতারকা পরস্পরের বিপক্ষে কখনো সফল হয়েছেন, কখনো ব্যর্থ হয়েছেন।

যদিও আফ্রিদির মতে শুধু শচিন নয়, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদেরও নাকানিচুবানি খাইয়েছেন শোয়েব।

পাকিস্তানি সাংবাদিক জয়নব আব্বাসের সঙ্গে ইউটিউব চ্যানেলের একটি লাইভ অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘শচিন টেন্ডুলকার নিজে কখনোই আপনাকে বলবেন না যে- 'আমি ভয় পেয়েছিলাম'। শোয়েবের এমন অনেক স্পেল আছে, যাতে শুধু শচিন নন, বিশ্বসেরা অনেক ব্যাটসম্যান নিয়মিতই ঝাঁকুনি খেতেন।

যখন আপনি মিড অফ বা কভারে দাঁড়াবেন, সেটা দেখতে পাবেন। খেলোয়াড়দের শরীরী ভাষা সেখান থেকে বোঝা যায়। একজন ব্যাটসম্যান চাপে আছে বা স্বাভাবিকভাবে খেলতে পারছে কি না- সেটা সহজেই বোঝা যায়।’

অবশ্য শচিন সবসময়ই ভয় পেতেন শোয়েবকে, এমনটা মনে করেন না আফ্রিদি। পাকিস্তানের বোলারদের মধ্যে সাঈদ আজমলও শচিনকে বেশ ভুগিয়েছেন, দাবি করেন আফ্রিদি।

তিনি আরও বলেন, 'আমি বলছি না, শচিন সবসময়ই শোয়েবকে ভয় পেতো। তবে শোয়েবের কয়েকটি স্পেলে শচিনসহ বিশ্বসেরা অনেককেই পিছিয়ে খেলতে বাধ্য করেছে।

বিশ্বকাপের সময় তাকে সাঈদ আজমলের বিপক্ষেও ভয় পেতে দেখেছি। এটা কোনো বড় বিষয় নয়। খেলোয়াড়রা কখনও কখনও চাপ অনুভব করে, যখন তার কাছে সব কিছুই কঠিন লাগে।’

নয় বছর আগে এক বইতে শচিনকে নিয়ে এমনটা লিখেছিলেন আফ্রিদি। সেই কথার জের ধরেই সাম্প্রতিক সময়ে এমন মন্তব্য করেছেন তিনি।