আইপিএল

ঘরের মাটিতেই আইপিএল হোক, চাওয়া বিসিসিআইয়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:19 মঙ্গলবার, 07 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে সেই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের কথা ভাবছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)- এমনটা আগেই জানা গেছে। এবার জানা গেল, ভারতের মাটিতেই আইপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই।

করোনার এই প্রকোপের মাঝে পূর্ব নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আয়োজক সংশ্লিষ্টরা। এ কারণে কিছুটা বিরক্তও হয়েছিল বিসিসিআই।

কিন্তু সাম্প্রতিক গুঞ্জন, এই সপ্তাহের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের নিষেধাজ্ঞা চলে আসছে। আর তাই আইপিএল আয়োজনের বিষয়টি নিয়ে আরও জোরালোভাবে ভাবছে বিসিসিআই।

ইতোমধ্যেই শ্রীলঙ্কা ও আরব আমিরাতের মতো কয়েকটি দেশ বিসিসিআইকে আইপিএল আয়োজন করার প্রস্তাব দিয়েছে। যদিও বিসিসিআইয়ের প্রথম পছন্দ ঘরের মাটিতে আইপিএল আয়োজন।

বিসিসিআইয়ের ট্রেজারার অরুন ধুমাল বলেন, 'আমাদের প্রথম পছন্দ ভারত। এরপরে আমরা বিদেশের কথা চিন্তা করব। কেউ কেউ আমাদের প্রস্তাব দিয়েছে, তাদের দেশে এটা আয়োজন করার জন্য।

আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় আমরা এটা নিয়ে আলোচনা করব। সেখানে এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নেব। এখনকার অবস্থা ভালো নয়, তাই সবাই চাপে আছে।'

চলতি বছরের ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে তা আর আলোর মুখ দেখেনি। আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে আছে আসরটি।