ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

পাঁচ দিন টিকতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ: লারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:57 মঙ্গলবার, 07 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

সাউদাম্পটনে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যচের টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছে ক্রিকেট। এর ফলে সিরিজটিতে বাড়তি নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা মনে করেন ইংল্যান্ডের মাটিতে পাঁচদিন টিকতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ।

তাঁর দলকে ৪ দিনেই জিততে হবে মনে করেন তিনি। পাঁচদিন টিকে থেকে ড্রয়ের চিন্তা করতে ক্যারিবীয়রা বিপদে পড়তে পারে বলে আশংকা করছেন লারা। সম্প্রতি বিবিসি স্পোর্টসের সাথে আলাপকালে একথা বলেছেন তিনি।

ক্যারিবিয়ান কিংবদন্তী বলেন, ‘ছোঁ মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার মত সামর্থ্য থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের। ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো সোজা নয়, তারা অপ্রতিরোধ্য, ফেভারিট। ইংল্যান্ডকে ক্রমাগত চাপে ফেলতে হবে এবং তাদের কাছ থেকে কর্তৃত্ব নিয়ে নিতে হবে। আমার মনে হয়না ওয়েস্ট ইন্ডিজ পাঁচদিন লড়াই করতে পারবে। তাদের উচিৎ হবে ম্যাচগুলোকে চারদিনের বিবেচনা করা। তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং তা ধরে রাখতে হবে।’

১৯৮৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এমন পরিসংখ্যান নিয়েও জয়ের আশায় আছেন লারা। তিনি মনে করেন ইংল্যান্ডকে তাদের মাটিতে হারাতে পারলে দারুণ অর্জন হবে।

লারা যোগ করেন, ‘এটি এমন একটি সিরিজ হতে যাচ্ছে যা সারা বিশ্ব জুড়ে লোকজন দেখবে। আর সবাই আশা করছে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। এটা ওয়েস্ট ইন্ডিয়ানদের জন্য অনেক বড় কিছু হবে যদি তারা জিততে পারে। যদি তারা সিরিজের প্রথম দিন থেকেই ভালো খেলতে পারে। তাদের দেখানো উচিৎ ইংল্যান্ডের মাটিতেও তারা ভালো খেলতে পারে।’