ধোনির জন্মদিনে

ধোনির জন্য ওয়াকারের শ্রদ্ধা আর ভালোবাসা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:43 মঙ্গলবার, 07 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

মহেন্দ্র সিং ধোনি তাঁর ৩৯তম জন্মদিন উৎযাপন করছেন আজ (৭ জুলাই)। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং পেসার ওয়াকার ইউনিস। 

ধোনি চিরপ্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটার হলেও পাকিস্তানের এই পেস বোলিং কোচের মুখ থেকে ভেসে আসলো ধোনির জন্য শ্রদ্ধা আর ভালোবাসা। ধোনির বিপক্ষে খেলার সুযোগ না হলেও পাকিস্তান দলের ব্যবস্থাপনার অংশ হিসেবে খুব কাছে থেকেই ধোনিকে দেখেছেন তিনি। 

এক অনলাইন আড্ডায় ওয়াকার বলেছেন, ‘কী দুর্দান্ত, কী অসাধারণ এক ক্রিকেটার ধোনি! সে যেভাবে ভারতে নেতৃত্ব দিয়েছে, সেটি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। সে দারুণ একজন নেতা, যে ক্রিকেটটা খুব ভালো বোঝে।’

ভারতের ছোটো শহর রাঁচি থেকে ধোনির উঠে আসার গল্প অনুপ্রাণিত করে ওয়াকারকে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘ভারতের একটি ছোট্ট শহর থেকে উঠে এসে সে যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, সেটা অবিশ্বাস্য। সে ভারতের মতো একটি বড় দেশ আর ক্রিকেটশক্তিকে নেতৃত্ব দিয়েছে। তাঁর এই অর্জন একটা কীর্তিই। মানুষ হিসেবেও দুর্দান্ত।'

সৌরভ গাঙ্গুলির হাত ধরে ভারতের ভয়ডরহীন ক্রিকেটের যাত্রা শুরু হলেও, ধোনির অধীনেই ভারত তাদের পূর্ণ বিকাশ করেছে বলে মত পাকিস্তানের এই সাবেক পেসারের।

তিনি বলেন, ‘ভারতের উন্নতির শুরুটা সৌরভের হাত ধরেই। ধোনি এটাকে এগিয়ে নিয়ে গেছে নিজের যোগ্যতা দিয়ে। তাঁর নেতৃত্বে ভারত দুটি বিশ্বকাপ জিতেছে। সে তাঁর দেশ, জাতির এক অনন্য সৈনিক। আমি তাঁকে শ্রদ্ধা করি।'