ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

লকডাউনে দলের বন্ধন জোরালো হয়েছে: সিমন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:22 মঙ্গলবার, 07 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বেই থমকে গিয়েছিল ক্রিকেট। এবার ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এই সিরিজ খেলতে এক মাস ধরেই ইংল্যান্ডে অবস্থান করছে ক্যারিবীয় দল।

বুধবার প্রথম টেস্টে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ দলকে অনেক স্বাস্থ্য সুরক্ষার ধাপ পেরুতে হয়েছে। অনেক সময় হোটেলেও বন্দি জীবন কাটাতে হয়েছে তাদের। এতে করে ক্রিকেটারদের মধ্যে বন্ধন জোরালো হয়েছে বলে মনে করেন দলটির কোচ ফিল সিমন্স।

এমন ইতিবাচক দিক তুলে ধরে ক্যারিবিয়ান কোচ বলেছেন, ‘মাসখানেকের লকডাউন আমাদের জন্য খুব কাজে দিয়েছে। স্কোয়াডের সবাই একসঙ্গে থাকায় সবার মধ্যে বোঝাপড়া হয়েছে বেশ। এখন বন্ধনটা দৃঢ়। আমরা কয়েকদিন হোটেলের বাইরে বের হতে পারিনি। কাজেই একসঙ্গে থাকা, আড্ডা দেওয়া, জিম করা- এসব কাজে দিয়েছে।’

অনেক দিন পর মাঠে ফেরায় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ রয়েছে ক্রিকেটারদের সামনে। করোনা পরিস্থিতির কারণে ক্রিকেটের অনেক কিছুই বদলে গেছে। সেজন্য মনোজগতে বড় ধরনের বদল আনার তাগিদ দেখছেন ক্যারিবিয়ান কোচ।

তিনি বলেন, ‘আবার মাঠে নামতে আমাদের মন-মানসিকতায় বড় বদল আনতে হবে। স্বাভাবিক সময়ে ভক্ত-সমর্থকরা গ্যালারি থেকে উৎসাহ যোগান। এখন নিজেদেরই নিজেদেরকে অনুপ্রাণিত করতে হবে। লালা নিষিদ্ধ হওয়ার ব্যাপারটাও সামলাতে হবে। শীতের কন্ডিশনেও বোলাররা অনেক ঘামে। কাজেই ঘাম একটা বিকল্প হতে পারে।’