ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

রোচ অনায়াসেই ৩০০ ছোঁবেন, বিশ্বাস ওয়ালশের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:43 মঙ্গলবার, 07 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

ওয়েস্ট ইন্ডিজের দুই যুগের দুই সেরা পেসার কেমার রোচ এবং কোর্টনি ওয়ালশ। দুজনের বয়সের ব্যবধান ২৫ হলেও বোলিংই দুজনের বন্ধুত্ব পাতিয়ে দিয়েছে। রোচ এখন ২০০ উইকেটের মাইলফলকের সামনে। ওয়ালশের বিশ্বাস ইনজুরিতে না পড়লে অনায়াসেই ৩০০ উইকেটের চুড়া ছোঁবেন রোচ।

বুধবার (৮ জুন) মাঠে গড়াচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এই টেস্টেই ৭ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লেখাতে পারেন রোচ। এমনটা হলে ওয়েস্ট ইন্ডিজের নবম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছোঁবেন রোচ।

১৯৯৪ সালের মার্চে কার্টলি অ্যামব্রোস ছুঁয়েছিলেন এই মাইলফলক। অ্যামব্রোস পরে ৪০৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। আর ওয়ালশ তাকেও ছাড়িয়ে গিয়ে ৫১৯ উইকেট নিয়েছিলেন।

এরপর আরও ৬ জন ২০০ এর বেশি উইকেট নিয়েছেন। তবে আক্ষেপের বিষয় গত ২৬ বছরে এই অর্জনে কেউ নাম লেখাতে পারেননি। রোচের এই মাইলফলক সামনে রেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়ালশ।

তিনি বলেন, 'দুর্দান্ত এক মাইলফলক এটি। আরেকজন ওয়েস্ট ইন্ডিয়ানকে এই বন্ধনীতে (২০০ টেস্ট উইকেট) পাওয়া দারুণ ব্যাপার। কেমার সবসময়ই আমার বন্ধু, আমি ওর জন্য খুব খুশি। ওর মাইলফলকের অপেক্ষায় তর সইছে না আমার।'

'আশা করি, খুব বেশি সময় লাগবে না ওর এই পথটুকু যেতে। সিরিজের প্রথম টেস্টেই যদি করে ফেলতে পারে, তাহলে দারুণ হবে। কারণ এরপর ও নির্ভার থেকে টেস্ট সিরিজ উপভোগ করতে পারবে।'

২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক রোচের। প্রথম টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট, দ্বিতীয় টেস্টে ৭টি। এরপর অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে সাদা পোষাকে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ওয়ালশ মনে করেন রোচ এখন অনেক পরিণত।

তাঁর ভাষ্য, 'সে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, যেখানে সে নিজের খেলাটা বোঝে, জানে কী করতে চায় এবং কীভাবে এগোতে হয়। যেদিন এটা কাজে লাগে, সেদিন ফল মেলে। এখন সে জানে, কীভাবে একজন ব্যাটসম্যানকে ফাঁদে ফেলার জন্য তৈরি করতে হয়। ওর ধৈর্য এখন অনেক অনেক ভালো।'

'ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়ে ভাবতে হবে। সাম্প্রতিক সময়ে যদিও সে সীমিত ওভারের ক্রিকেট খুব বেশি খেলেনি। তবে নিজের মাদদণ্ড বেঁধে দেওয়া, লক্ষ্য ঠিক করা, এসব নিয়ে তাকেই ভাবতে হবে। ওয়ার্কলোড ব্যবস্থাপনা ঠিকঠাক হলে সে অনায়াসেই ৩০০ উইকেট পেয়ে যাবে।'