আইপিএল ২০২০

আইপিএল আয়োজন করতে চায় নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:31 সোমবার, 06 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপে অনিশ্চয়তার ভেতর রয়েছে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসরটি। মার্চের ২৯ তারিখ মাঠে গড়ানোর কথা থাকলেও ভারতের চলমান লকডাউনের কারণে বেশ কয়েক দফায় পিছিয়ে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয় টুর্নামেন্টটির ১৩তম আসর।

তবে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট (বিসিসিআই) আশা হারাচ্ছে না আইপিএল নিয়ে। নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত করা না গেলে বিদেশের মাটিতে হলেও আইপিএল আয়োজন করতে চায় বোর্ড। এমন ইঙ্গিত পেয়ে সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলংকা আইপিএলের আসর তাদের দেশে অনুষ্ঠিত করার ইচ্ছা পোষণ করে। এবার সেই তালিকায় যুক্ত হল নিউজিল্যান্ড।

সোমবার (৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘নিজেদের মাঠে আইপিএল আয়োজন করাটা আমাদের প্রথম লক্ষ্য। যদি কোনো কারণে সেটি সম্ভব না হয়, তাহলে আমরা বিদেশের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনের কথা ভাববো। শ্রীলঙ্কা, আরব আমিরাতের পর এবার নিউজিল্যান্ডও আমাদেরকে প্রস্তাব দিয়ে রেখেছে, আইপিএল আয়োজন করার জন্য।’

‘আমরা আমাদের সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবো এ ব্যাপারে। খেলোয়াড়দের নিরাপত্তাই সবার আগে। এর সঙ্গে কোনো আপোষ করবো না আমরা।’