পাকিস্তান ক্রিকেট

এখনও স্পন্সরের খোঁজে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:51 সোমবার, 06 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান দল। দেশ ছাড়ার আগে থেকেই না প্রকার সমস্যা জেঁকে ধরেছিল টিম পাকিস্তানকে। করোনা সমস্যা কাটলেও স্পন্সরজনীত সমস্যা নিয়েই সিরিজ শুরু করা লাগতে পারে দলটির।

দেশে থাকা অবস্থায় সিরিজটির জন্য স্পনসর ঠিক করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি জার্সির জন্যও মেলেনি কোনো স্পন্সর। ফলে কোয়ারেন্টিনে থাকা অবস্থার অনুশীলনে স্পন্সরের লোগো ছাড়াই জার্সি ব্যবহার করতে হচ্ছে ক্রিকেটারদের।

পাকিস্তান ক্রিকেট দলের স্পন্সরশীপ দীর্ঘদিন ধরেই ছিল কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসির সঙ্গে। কিন্তু দুই মাস আগে শেষ হয়ে যায় সেই চুক্তি। এরপর পেপসি এবং নতুন কোনো কোম্পানি স্পন্সরশীপ নিতে আগ্রহ না দেখানোয় সুরাহা হয়নি সেই বিষয়টির।

পিসিবির মার্কেটিং বিভাগ থেকে এ বিষয়ে জানানো হয়েছে যে, করোনা মহামারীর কারণে পেপসির মতো কোনো স্পনসর খুঁজে পাননি তারা।

অবশ্য এমন অজুহাত দেখিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মন ভরাতে পারেনি পিসিবি। মার্কেটিং বিভাগের অযোগ্যতাকেই স্পন্সর না পাবার মূল কারণ হিসেবে দেখছে তাঁরা। সিরিজ শুরুর আগে নতুন স্পন্সর না পেলে লোগোবিহীন জার্সি পরেই পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দেখা যাবে।

যদিও পিসিবির একজন মুখপাত্র আশার বাণী শুনিয়েছেন এই বিষয়ে। তিনি বলেন, 'ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বোর্ড স্পন্সর পাবে। খেলোয়াড়রা এই স্পন্সরশিপ চুক্তি থেকে একটি অনুপাতও পাবেন। আনুমানিক পরিমাণটা হবে এমন- টেস্ট ম্যাচে প্রায় ৪ লাখ ৫০ হাজার রুপি আর ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ২ লাখ ২৫ হাজার রুপি।'