পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ

করোনামুক্ত হয়ে ইংল্যান্ড যাচ্ছেন হায়দার আলিসহ চারজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:19 সোমবার, 06 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলী, ইমরান খান ও কাশিফ ভাট্টি সহ অঙ্গমর্দক মালাং আলি কোভিড-১৯ এর নেগেটিভ পরীক্ষিত হয়েছেন। আগামী মাসের তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দলে যোগ দিতে ৮ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন এই চার পাকিস্তানি।

অঙ্গমর্দক মালাং এবং মোহাম্মদ ইমরান সহ তিনজন জুলাইয়ের ১ এবং ৪ তারিখে করোনা নেগেটিভ হয়েছিলেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক পরিচালিত সর্বশেষ করোনা টেস্টে ফাস্ট বোলার হারিস রউফ আবারও পজিটিভ হয়েছেন। এখন পর্যন্ত ইংল্যান্ড সিরিজের আগে করোনা শনাক্ত হওয়া ১০ পাকিস্তানি ক্রিকেটারের ভেতর তিনিই একমাত্র ক্রিকেটার যিনি এখন পর্যন্ত নেগেটিভ প্রমাণিত হয়ে পারেননি।

ক্রিকইনফো তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, 'তিনজন খেলোয়াড় এবং মালাং দলের সঙ্গে যোগ দিতে আগামী ৮ জুলাই লাহোর থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা করবেন।'

এর আগে গেল শুক্রবার ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ দ্বিতীয়বারের মতো করোনা নেগেটিভ হয়ে ইংল্যান্ডে পৌছেছেন। গেল মাসের ৩০ তারিখ তাঁরা করোনা নেগেটিভ হিসেবে পিসিবির সবুজ সংকেত পেয়েছিলেন।

আগস্টের ৩ তারিখে প্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।