ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছে দর্শকদের কৃত্রিম আওয়াজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:12 সোমবার, 06 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

ফুটবলে 'নকল দর্শকদের' আওয়াজের সফলতার পর ক্রিকেটেও এর ব্যবহার শুরু হচ্ছে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে মাঠে শোনা যাবে 'নকল দর্শকদের' চিৎকার।

আগামী সপ্তাহে শুরু হওয়া সিরিজে স্বল্প পরিসরে নকল দর্শকদের আওয়াজ ব্যবহারে দুই দলই সম্মতি জানিয়েছে। এমনটাই জানিয়েছে, ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য টাইমস'।

ওভারের মাঝের সময়গুলোতে দর্শকদের কৃত্রিম আওয়াজ বাজানো হবে এই সিরিজে। এমনকি উইকেট পেলে এবং চার, ছক্কার পরও এই আওয়াজ বাজানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

করোনা পরিস্থিতির কারণে আসন্ন এই সিরিজটি দর্শকশূন্য মাঠে আয়োজন করা হচ্ছে। ক্রিকেটারদের দর্শকপূর্ণ মাঠের অনুভূতি দিতেই এই ব্যবস্থা করছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত সপ্তাহে অনুশীলন ম্যাচ চলাকালীন ক্যারিবিয়ান পেসার কেমার রোচ জানিয়েছিলেন, 'দর্শকদের কৃত্রিম আওয়াজ দারুণ হবে। দর্শকশূন্য মাঠে খেলা আমাদের জন্য অকল্পনীয়, কারণ ইংল্যান্ডের মাঠে সবসময় দর্শকদের উপস্থিতি থাকে এবং হৈ হুল্লোড় থাকে।'

এই সিরিজে টিভিতে খেলা দেখা দর্শকরাও স্টাম্প মাইক্রোফোনের কল্যাণে কৃত্রিম দর্শকদের আওয়াজ শুনতে পাবেন।