বিশ্বকাপ

স্থগিত হচ্ছে বিশ্বকাপ, চলতি সপ্তাহেই ঘোষণা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:25 সোমবার, 06 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হচ্ছে। চলতি সপ্তাহেই এমন ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'।

বিশ্বকাপ স্থগিত হলে আইপিএলের দরজা খুলে যাবে বলে জানানো হয়েছে রিপোর্টে। আইপিএলের এবারের আসর বিদেশের মাটিতে আয়োজন করা হবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের পছন্দের তালিকায় রয়েছে আরব আমিরাত এবং শ্রীলঙ্কা।

ডেইলি টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আলোচনায় বসবেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা। বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হলেও, বিশ্বকাপের পরবর্তী দিনক্ষণ নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়া নাও হতে পারে।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২১ সালের অক্টোবরে আয়োজন করতে চায় আসরটি। ২০২১ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি রয়েছে। যার আয়োজক হিসেবে নাম আছে ভারতের। এর ফলে দুই বছর পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই বিশ্ব আসরটি।

বিশ্বকাপ স্থগিত হলে সেপ্টেম্বরের মাঝামাঝি ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। এরপর সেখান থেকেই আইপিএলে খেলতে যাবেন অস্ট্রেলিয়ার বেশিরভাগ খেলোয়াড়। এর ফলে কোয়ারেন্টাইনের ঝামেলা থেকেও মুক্তি পাবেন তারা।