বিসিবি

সার্জারির জন্য কোয়ারেন্টিন শেষের অপেক্ষায় নাজমুল হাসান

আংকিত নন্দী

আংকিত নন্দী
প্রকাশের তারিখ: 15:03 বৃহস্পতিবার, 02 জুলাই, 2020

|| স্পেসাল করেসপন্ডেন্ট ||

প্রচার লোভী হিসেবে বদনামও আছে ভদ্রলোকের। যখন তখন টেলিভিশন ক্যামেরা আর বুম দেখলেই কথা বলতে দাঁড়িয়ে যাওয়ায় তার অরুচি নেই বলেই জানে সবাই। অবশ্য ভিন্নমতও আছে। তিনি কথা বলা মানেই কোনো না কোনো খবর পাওয়ার নিশ্চয়তা।

প্রচার মাধ্যমের কাছে তাই তিনি ভীষণ 'মিডিয়া ফ্রেন্ডলি'ও। বলা হচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাই। সেই তিনিই কিনা আজ বহুদিন হয় কোথাও নেই। না আসেন ক্রিকেট নিয়ে কোথাও কথা বলতে, না যান এই করোনার সময়ে কোনো সামাজিক কার্যক্রমে অংশ নিতে। এমনকি নিজের নির্বাচনী এলাকায়ও এর মধ্যে গিয়েছেন বলে শোনা যায়নি।

তাহলে কোথায় বাংলাদেশ ক্রিকেটের হর্তাকর্তা?  এই প্রশ্ন এখন ক্রিকেটাঙ্গনের সর্বত্র। তাকে শেষবার জনসম্মুখে দেখা গিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। অন্যান্য খেলার ৫০১ জন ক্রীড়াবিদের জন্য বিসিবির অনুদানের ৫০ লাখ টাকা ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে তুলে দিতে সেখানে গিয়েছিলেন তিনি।

সেখানে মিডিয়ার সঙ্গে কথাও বলেছিলেন তিনি। এরপর থেকেই আর কোনো খোঁজ নেই তার। খোঁজ নিয়ে জানা গেছে, গুরুতর অসুস্থ্যতাই এর কারণ। প্রোস্টেটের সমস্যা এমন চরম আকার ধারণ করেছে যে করাতে হবে সার্জারিও। সেটি করাতেই লন্ডন গিয়েছেন পাপন। 

লন্ডন গিয়েও দ্রুত সার্জারির টেবিলে উঠে যাওয়ার উপায় ছিল না। কারণ সেখানকার নিয়মানুযায়ী আগে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে তাকে। তাই করছেন এখন গত ২১ জুন লন্ডন যাওয়া পাপন। ৪ জুলাই শেষ হবে তার কোয়ারেন্টিন। এরপর ডাক্তারের সঙ্গে দেখা করে ঠিক হবে তার হাসপাতালে ভর্তি হওয়া এবং সার্জারির সময়।

এর জন্য এখন কোয়ারেন্টিন শেষ করার অপেক্ষায় আছেন বিসিবি সভাপতি। আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়া মাত্রই লন্ডনে চলে যাওয়ার আগে দেশেও তাকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে প্রোস্টেটের সমস্যায় অন্তত তিনবার তাকে এপোলো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।