ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

৪৫ জনেও জায়গা মেলেনি স্টেইনের!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:58 বৃহস্পতিবার, 02 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট মাঠে ফেরাতে প্রস্তুতি নিতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। যে জন্য গেল সোমবার থেকে হাই পারফরম্যান্স স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করেছে দলটি। তবে এই ক্যাম্পে ৪৫ জন ক্রিকেটার সুযোগ পেলেও, নাম নেই ডেল স্টেইনের। 

চলতি সপ্তাহে এই ট্রেনিং ক্যাম্প শুরুর জন্য সরকারের অনুমতি পায় দক্ষিণ আফ্রিকা। যে ক্যাম্পে ৪১ বছর বয়সী ইমরান তাহির, বিশ্বকাপের পর দেশের হয়ে না খেলা ফাফ ডু প্লেসিসও আছেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটের আরও অনেক পারফরমারকে সুযোগ দেয়া হয়েছে।

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই ক্যাম্প শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। যদিও করোনাভাইরাসের কারণে এখনও ঝুলছে বিশ্বকাপের ভাগ্য। তবে এই ক্যাম্পে অনুপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে। 

৩৭ বছর বয়সী স্টেইন যদিও বলেছেন বিশ্বকাপ খেলতে আগ্রহী। তবে ইনজুরি সবচেয়ে বড় বাঁধা এই পেসারের জন্য। গেল ইংল্যান্ড বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও আইপিএল খেলতে গিয়ে চোটে পরে মূল আসর থেকে ছিটকে যান স্টেইন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ জানিয়েছেন, দেশটির মেডিকেল দলের অধীনে আছেন স্টেইন। তার ফিটনেস পর্যবেক্ষণ করা হচ্ছে, তাই ট্রেনিং ক্যাম্পে নেই এই পেসার।

স্মিথ বলেন, 'হাই পারফরম্যান্স ট্রেইং ক্যাম্পের জন্য স্টেইনকে আমরা পাচ্ছি না। মেডিকেল টিমের অধীনে আছে সে, তার ফিটনেস পর্যবেক্ষণ করা হচ্ছে। কেপ টাউনে মিডিকেল টিমের সঙ্গে সর্বত্র যোগাযোগ হচ্ছে আমার। আমরা পরবর্তী কয়েকমাসে ওর উন্নতি পর্যালোচনা করব। বিশেষজ্ঞরা যে পরামর্শ দেবে এর উপর ভিত্তি করেই পদক্ষেপ নেব।' 

২০১৯ সালের মার্চে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছেন স্টেইন। একই বছর ফেবরুয়ারিতে সাদা পোশাকে শেষবারের মতো মাঠে নেমেছিলেন এই প্রোটিয়া। তবে চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার।