ক্রিকেট অস্ট্রেলিয়া

শেফিল্ড শিল্ডে ফিরছে কুকাবুরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:48 বৃহস্পতিবার, 02 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে ডিউক বলের পরিবর্তে ব্যবহৃত হবে কুকাবুরা বল। ঘরের মাঠে স্পিন বোলিংকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। 

অ্যাশেজের প্রস্তুতি নিতে ২০১৬-১৭ মৌসুমে শেফিল্ড শিল্ডে ডিউক বলের ব্যবহার শুরু করে অস্ট্রেলিয়া। যার ফলাফল ২০১৯ অ্যাশেজে গিয়ে পেয়েছে টিম পেইনের দল। 

২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো অ্যাশেজ শিরোপা ধরে রাখতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়। তবে এর আগের অ্যাশেজ অস্ট্রেলিয়া জেতায় অ্যাশেজের শিরোপা ধরে রাখে পেইনবাহিনী।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশনের প্রধান পিটার রোচ জানিয়েছেন, এটাই সঠিক সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে কুকাবুরা দিয়ে খেলা শুরু করার। তিনি বলেন, 'ডিউক বল দিয়ে খেলার যে প্রচলন শুরু করেছিলাম তা কাজে দিয়েছে। বিশেষ করে অ্যাশেজে সফল হয়েছি। কারণ ইংল্যান্ড ওদের মাটিতে এই বল দিয়েই খেলে।'

'আমরা একটি বিষয় খেয়াল করেছি, বিগত কয়েক সিজনে স্পিনাররা তেমন আধিপত্য দেখা পারেনি শেফিল্ড শিল্ডে। কারণ ডিউক বল দিয়ে খেলা হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে আমাদের স্পিনারও প্রয়োজন। ব্যাটসম্যানদেরও স্পিনের বিপক্ষে খেলার প্রয়োজন। আশা করছি এই পরিবর্তন ইতিবাচক প্রভাব ফেলবে।' আরও যোগ করেন তিনি।

ব্রিটিশ ক্রিকেট বলের ডিউক বল প্রস্তুতকারক মালিক দিলীপ জাজোদিয়া জানিয়েছেন, তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত বুঝতে পেরেছেন। তিনি বলেন, 'আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, আশা করছি সামনের মৌসুমগুলোতে ডিউক বল আবারো ফিরে আসবে।'