কাউন্টি

আগস্টে মাঠে ফিরছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:22 মঙ্গলবার, 30 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিদ্ধান্ত অনুযায়ী যা শুরু হবে পহেলা আগস্ট থেকে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। 

১৮ টি প্রথম শ্রেণির কাউন্টি দল ও পেশাদার ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে বোঝাপড়া করেই এই সিদ্ধান্তে এসেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে এখনও। 

এবারের কাউন্টি প্রতিযোগিতা কোন ফরম্যাটে খেলা হবে তা নিয়ে কোন সিদ্ধান্ত আসেনি। জুলাইয়ের শুরুত ফিক্সচার জানিয়ে দেয়া হবে। এসব বিষয়ে আপাতত কাজ চালিয়ে যাচ্ছে ইসিবি। 

২০২০ সালে নারীদের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসিবির তরফ থেকে। প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে ফেরানোর প্রস্তুতি নিতে ক্রিকেটারদের ট্রেনিংয়ে ফেরার সবুজ সংকেতও দেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। 

১ জুলাই থেকে কাউন্টি ক্রিকেটাররা ট্রেনিং করতে পারবেন। ১২ই এপ্রিল এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা কয়েক দফা স্থগিত হয়ে যায়। 

প্রথমে ২৮ মে অব্দি স্থগিত করা হয়, এরপর ১ জুলাই পর্যন্ত। এবার অনেক কিছু বিবেচনা করে চূড়ান্ত তারিখ নির্ধারন করেছে ইসিবি। যদিও এখনো সরকারী সিদ্ধান্তের কারণে বদলাতে পারে টুর্নামেন্ট শুরুর তারিখ।