পিএসএল

বছরের শেষভাগে পিএসএল আয়োজন করতে চায় পিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:47 শনিবার, 27 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের শেষদিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অবশিষ্ট ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত শুক্রবারের (২৬ জুন) বোর্ড সভায় এ নিয়ে আলোচনা করে পাকিস্তানের বোর্ড কর্তারা। জুলাইয়ের প্রথম সপ্তাহে আরেকটি সভা করে দিনক্ষণ চূড়ান্ত করবে পিসিবি।
  
পিসিবি এক বিবৃতিতে জানায়, 'বোর্ডের কর্তারা পিএসএলের অবশিষ্ট ম্যাচগুলো এই বছরের শেষদিকে আয়োজন করা নিয়ে আলোচনা করেছে।

এছাড়া ২০২১ সালের পিএসএল ফেব্রুয়ারি-মার্চে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের পিএসএলে নতুন ভেন্যু পেশোয়ার।'

পিএসএলের এবারের আসর শেষ হতে আর মাত্র তিনটি ম্যাচ বাকি ছিল। কিন্তু মরণঘাতী করোনাভাইরাসের কারণে সেমিফাইনাল শুরুর আগেই আসরটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পিসিবি। 

গত মার্চে করোনাভাইরাস আতঙ্কে পাকিস্তান ছাড়েন বেশিরভাগ বিদেশি ক্রিকেটার। ফলে শেষদিকে অনেকটাই জৌলুস হারায় পিএসএল। ভয়ঙ্কর এই ভাইরাসের মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় পিএসএল স্থগিত করতে বাধ্য হয় পিসিবি।

পিএসএলের প্রথম সেমিফাইনালে খেলবে মুলতান সুলতান্স এবং পেশওয়ার জালমি। আরেক সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা করাচী কিংস এবং লাহোর কালান্দার্সের।