আইপিএল

যেভাবে এলো আইপিএলের নিলাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:37 শুক্রবার, 26 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের অন্য লিগগুলোর থেকে আইপিএল আলাদা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো নিলাম প্রক্রিয়ায় খেলোয়াড় কেনা-বেচা।

২০০৮ সালে আইপিএলের শুরুর আসরেই ক্রিকেটারদের নিলামে তোলার বিষয়টি তুমুল সাড়া ফেলে দেয়। এরপর আর এই ব্যাপারটি নিয়ে পিছু তাকাতে হয়নি আয়োজকদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে আইপিএলের সাবেক প্রধান পরিচালনা কর্মকর্তা সুন্দর রমন জানিয়েছেন, কিভাবে খেলোয়ারদের নিলামে তোলার চিন্তা মাথায় এসেছিল তাদের।

ইউটিউবে 'টুয়েন্টি টু ইয়ার্ডস উইথ গৌরভ কাপুর' অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রমন। সেখানে তিনি বলেন, 'চায়ের আড্ডা চলছিল। আমরা তখন হাজারটা জিনিস নিয়ে ব্যস্ত। এই অবস্থায় হঠাৎ এই বুদ্ধিটা বের হলো। আমরা সব ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে ফেলেছি, কবে শুরু হবে টুর্নামেন্ট সেটাও ঠিক করে ফেলেছি। ভেন্যু আর দলগুলোও ঠিক। শুধু দলগুলো খেলোয়াড় কীভাবে দলে নেবে সেটা ঠিক করা বাকি।'

আইপিএলের প্রথম আসরে রাজ্যের সেরা ক্রিকেটারদের আইকন হিসেবে পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। এরফলে একটা ঝামেলা থেকে বেঁচে গিয়েছিল আয়োজকরা। তবে বাকি খেলোয়াড়রা কিভাবে দল পাবেন সেটাই ছিল ভাবনার কারণ। তখনই এক কর্মকর্তা নিলামের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই তারা লুফে নিয়েছিলেন।

সেই ঘটনা প্রসঙ্গে রমন বলেন, 'একটা ব্যাপার নিশ্চিত ছিল, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির মার্কি খেলোয়াড় নির্ধারিতই ছিল। যেমন শচীন টেন্ডুলকার মুম্বাইয়ের বাইরে খেলবে এটা মানা অসম্ভব ছিল। যুবরাজ গেলেন কিংস ইলেভেন পাঞ্জাবে, শেবাগ দিল্লিতে। কিন্তু আসল চ্যালেঞ্জ রয়ে গেল, আমরা কীভাবে খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত দেব দলগুলোকে। এমন সময় আমার মনে নেই কে, এক ফ্র্যাঞ্চাইজি থেকে বলল,”আমরা নিলামে তুলি না কেন?” দুই মিনিট এ নিয়ে ভেবেই বললাম, “ভালো বুদ্ধি। এতে মানুষের মধ্যে অনেক আগ্রহ জন্মাবে।” এবং সেটাই ঠিক হলো।'