সিপিএল

সিপিএলে দল পেলেন ৪৮ বছর বয়সী তাম্বে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:55 শুক্রবার, 26 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন প্রবীণ তাম্বে। ৪৮ বছর বয়সী এই লেগস্পিনার আইপিএল খেলার সুবাদে ক্রিকেট মহলে বেশ ভালোভাবেই পরিচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে তাম্বে বলেন, 'আমি পুরোপুরি ফিট। বিসিসিআই আমাকে তাদের কোনো আসরে খেলার সুযোগ দিচ্ছে না, এখানে খেলব না কেন! আমি অবশ্যই দেশের বাইরে খেলার সামর্থ্য রাখি।

ত্রিনবাগো নাইট রাইডার্স আমাকে দলে ভিড়িয়েছে। আমি সেখানে খেলতে যাওয়ার আগে সব ধরনের সতর্কতা অবলম্বন করব। সব ধরনের নিয়ম মেনে চলব।'

আইপিএলে ২০১৩ থেকে ২০১৫ সাল রাজস্থানের হয়ে মাঠ মাতান মুম্বাইয়ের তাম্বে। মোট ৩৩ ম্যাচে ৭.৭৫ ইকোনমিতে নেন ২৮ উইকেট। গুজরাট লায়ন্সের হয়েও আইপিএল খেলেন তিনি।

২০২০ আইপিএলের নিলামও জমিয়ে দেন তাম্বে। তাঁর ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। রীতিমতো বুড়ো হয়ে যাওয়া এই স্পিনারকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স । যদিও অনুমোদনবিহীন লিগ টি-টেনে অংশ নেন বলে পরে প্রত্যাহার করা হয় তাঁকে। এবার অবশ্য নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিই সিপিএলে নজর দেয় তাঁর ওপর।

আগামী ১৮ আগস্ট শুরু হওয়ার কথা সিপিএলের। শেষ হওয়ার কথা ১০ সেপ্টেম্বর। যদিও আসরটি হবে কিনা তা নির্ভর করছে সরকারের অনুমোদনের ওপর। বিসিসিআইয়ের অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষায় আছেন তাম্বে।