আইপিএল

দল এখন তোমার, গম্ভীরকে বলেছিলেন শাহরুখ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:04 বৃহস্পতিবার, 25 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

২০১১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে গৌতম গম্ভীরকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। সে আসর থেকে তাঁর কাঁধে তুলে দেয়া হয় দলটির নেতৃত্বভারও। এরপরই পাল্টে যায় কলকাতার ভাগ্য।

প্রথম চার আসরে শিরোপা না জিতলেও ২০১২ আইপিএলে চ্যাম্পিয়ন হয় কলকাতা। এর দুই মৌসুম পর আবারো আইপিএল শিরোপা ঘরে তুলে নাইট রাইডার্সরা। দুবারই গম্ভীরের নেতৃত্বে এই সাফল্য পায় ফ্র্যাঞ্চাইজিটি।  

২০১১ আইপিএলে নেতৃত্ব হাতে পাওয়ার পর কলকাতাকর মালিককে গম্ভির কথা দিয়েছিলেন, তিনি দলকে ভালো অবস্থানে নিয়ে যাবেন। শাহরুখও বলেছিলেন, এই দলকে যেন গম্ভীর নিজের মতো করে গড়ে তোলেন। তিনি কোন হস্তক্ষেপ করবেন না।

গম্ভীর বলেন, 'চতুর্থ আইপিএলের আগে শাহরুখ আমাকে বলে, এটা তোমার দল। একে গড়ে তুলবে না ভেঙে ফেলবে, তা নিয়ে আমি হস্তক্ষেপ করতে যাব না। আমিও ওকে কথা দিয়ে বলেছিলাম।'

'আমি চলে যাওয়ার পরে এই দলের অবস্থা কী হবে, তা বলতে পারব না। তবে এটুকু ভরসা দিতেই পারি, আগামী তিন থেকে ছয় বছরের মধ্যে এই দলটা খুব ভাল জায়গায় পৌঁছে যাবে।' আরও যোগ করেন তিনি।

২০১১ আইপিএলের নিলামে সম্পূর্ণ নতুন রূপে মাঠে নামে কলকাতা। নিলাম থেকে আন্দ্রে রাসেল, সুনিল নারিন, ইউসুফ পাঠান, ব্রেট লি, সাকিব আল হাসান, রবিন উথাপ্পা, জ্যাক ক্যালিসদের কিনে ফ্র্যাঞ্চাইজিটি। এরপরের বছরই শিরোপা যেতে দলটি।