বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:20 বুধবার, 24 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার কারণে বাংলাদেশের আসন্ন নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা ছিল। মঙ্গলবার (২৩ জুন) আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। একদিন পরেই শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে।

একটি টুইট বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এর আগে শ্রীলঙ্কা রাজি থাকলে আগস্টে তিন টেস্টের সিরিজ খেলতে যেতে রাজি ছিল বিসিবি।

তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আগস্টে কোনো খেলার সূচি ফাঁকা রাখেনি। সেই সময় টি২০ প্রিমিয়ার লিগ আয়োজন করার পরিকল্পনা করে তারা।

আর বাংলাদেশের বিপক্ষে সিরিজটি জুলাইয়ের প্রথম সপ্তাহে আয়োজনের প্রস্তাব দেয় তারা। যদিও আগের সূচি অনুযায়ী জুলাইয়ের শেষে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

অনির্দিষ্টকালের জন্য সিরিজ পিছিয়ে দেয়া প্রসঙ্গে এসএলসি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে অবহিত করেছে যে, উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় তাদের খেলোয়াড়দের পক্ষে আন্তর্জাতিক সিরিজে অংশ নেওয়া সম্ভব না। মূল কারণটি হলো, কোভিড-১৯ মহামারির কারণে তাদের খেলোয়াড়রা প্রস্তুতি নিতে পারেনি।’