আইপিএল

সেপ্টেম্বরে পর্দা উঠছে আইপিএলের!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:22 মঙ্গলবার, 16 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য এখনও ঝুলছে। এই বিশ্ব আসর নিয়ে আইসিসি নিজেদের সিদ্ধান্ত জানাবে আগামী জুলাইয়ে। যদিও আর্থিক ক্ষতি পোষাতে বিশ্বকাপ সূচি নির্ধারণ হওয়ার আগেই আইপিএল আয়োজন করতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিশ্বকাপ পিছিয়ে গেলে সেপ্টেম্বর-নভেম্বরে আইপিএল করতে চায় বিসিসিআই। যদি সূচি অনুযায়ী বিশ্বকাপ হয় তবে আইপিএল আয়োজন প্রায় অসম্ভব হয়ে যাবে। তাই বিসিসিআই আইপিএলের সম্ভাব্য দিনক্ষণ ভেবে রেখেছে। এমনটাই জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

ভারতে না হলে প্রয়োজনে বাইরেও আইপিএল করতে মরিয়া বিসিসিআই। এ প্রসঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, 'আমরা আইপিএল আয়োজনের জন্য তৈরি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় তা জানার পরেই আমরা সূচি তৈরি করব। প্রয়োজনে আমরা দেশের বাইরেও টুর্নামেন্ট আয়োজন করতে পারি।'

আইপিএলের ভেন্যু নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। ২-৩ টি ভেন্যুতেই সীমাবদ্ধ থাকতে পারে আইপিএলের এবারের আসর। ভারতীয় গনমধ্যমের সূত্র অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইপিএল। শেষ হবে ৮ নভেম্বর।

দর্শকশূন্য মাঠে আইপিএল আয়োজন নিয়ে প্যাটেল আরও বলেন, 'ভারতে হোক কিংবা দেশের বাইরে হোক গোটা টুর্নামেন্ট ২-৩টে ভেন্যুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এমনকী দর্শক ছাড়াই হবে এবারের লিগ।'

আইপিএলের এবারের আসর শুরুর দিন ধার্য করা হয়েছিল ২৯ মার্চ। কিন্তু করোনার প্রকোপে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় আইপিএল। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।