আইপিএল ২০২০

বিদেশে হলেও চলতি বছরেই আইপিলের আয়োজন নিয়ে আশাবাদী গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:47 রবিবার, 14 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসরটি। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হবার কথা থাকলেও দুই দফায় পিছিয়ে শেষ পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চেষ্টা করছে চলতি বছরের আইপিএলের আসরটি আয়োজন করতে। বিসবির ভাবনায় রয়েছে দর্শকশূণ্য স্টেডিয়ামে অথবা সেটি সম্ভব না হলে দেশের বাহিরে টুর্নামেন্টটি আয়োজন করা।

বিসিসিআইয়ের সুরে গান গাইলেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। দেশের বাহিরে হলেও ভারতের েই তারকা খেলোয়াড় চান আইপিএল মাঠে গড়াক। এমনকি শ্রীলংকায় আইপিএল আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

সম্প্রতি ভারতের একটি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে গাভাস্কার এমনটাই মন্তব্য করেন। গাভাস্কার বলেন, ‘অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বর্তমানে অনেক কম। দ্রুত সেখানে সংক্রমণের হার কমছে। সেই সঙ্গে সম্ভাবনাও বাড়ছে ফলে নির্ধারিত সূচি মেনে অক্টোবরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার। এছাড়া আপনারা জানেন ইতোমধ্যেই অস্ট্রেলীয় সরকার ঘোষণা করেছে, ক্রীড়া প্রতিযোগিতায় ২৫ শতাংশ দর্শক আসতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া সরকারের সাম্প্রতিক ঘোষণার পর থেকেই মনে হচ্ছে অক্টোবরে সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে। সেক্ষেত্রে হয়তো অংশগ্রহণকারী দলগুলো তিন সপ্তাহ আগে সেখানে যেতে পারে। দু’সপ্তাহ স্বেচ্ছাবন্দি থাকার পরে সাত দিন অনুশীলন করে খেলতে নামবে।’

গাভাস্কার যোগ করেন, ‘যদিটি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার ব্যাপারে আইসিসি সবুজ সংকেত দেয় তাহলে অক্টোবরে আইপিএল আয়োজন করা কঠিন হবে। এতে ম্যাচ সংখ্যা কমিয়ে সেপ্টেম্বরে শ্রীলংকায় আইপিএল আয়োজন করা যুক্তিযুক্ত বলে মনে করি।’