বাংলাদেশ ক্রিকেট

কোয়াবের সভায় যোগ দিচ্ছেন মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:23 রবিবার, 14 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা পরবর্তী সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা যায় কিনা তা নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (কোয়াব)। রবিবার (১৪ জুন) রাতে আয়োজিত এই অনলাইন সভায় যোগ দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা।

প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ ছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এই সভায়। কোয়াবের পরবর্তী নির্বাচন কবে সেটা নিয়েও আলোচনা করা হবে সেখানে।

জাতীয় নির্বাচনে যোগদান করার পর এই প্রথম ক্রিকেটারদের স্বার্থ রক্ষার কোনও সভায় যোগ দিচ্ছেন মাশরাফি। এই সময়ে আন্তর্জাতিক ম্যাচ, ঘরোয়া লিগ বা বিপিএলে খেললেও ক্রীড়া বিষয়ক কোনও সভায় যোগ দিতে দেখা যায়নি দেশের সাবেক এই অধিনায়ককে।

গত বছরের অক্টোবরে ক্রিকেটারদের ১১ দফা আন্দোলনেও যোগ দিতে দেখা যায়নি মাশরাফিকে। সেই সময় অবশ্য এনিয়ে দারুণ বিতর্ক সৃষ্টি হয়েছিল।

মাশরাফি ছাড়াও কোয়াবের এই সভায় যোগ দেবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিন ফরম্যাটের অধিনায়ক ছাড়াও এই সভায় অংশ নেবেন মুশফিকুর রহিম, তুষার ইমরান, জহুরুল ইসলাম, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফিস, নাজমুল হক শান্ত ও নুরুল হাসান সোহানদের মতো জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটের নিয়মিত কয়েকজন ক্রিকেটার।