তামিমের সেঞ্চুরি

লর্ডসে সেঞ্চুরির স্মৃতিচারণ করলেন তামিম

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:52 শুক্রবার, 12 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

দৌড়ে গিয়ে একটা লাফ দিলেন। এরপর কয়েকবার জার্সির পেছন দিকে হাত দিয়ে ড্রেসিংরুমের দিকে দেখালেন। উদযাপনের ভঙ্গিতেই বোঝা গিয়েছিল তামিম ইকবাল কি বলতে চেয়েছিলেন। পরীক্ষায় পাস করেছি, এবার অনার্স বোর্ডে আমার নাম তুলে ফেলো। তামিমের এই উদযাপন এখন বাংলাদেশের ক্রিকেট রূপকথারই অংশ হয়ে গেছে। 

শুক্রবার (১২ মে) ক্রিকেটার গড়ার কারিগর শহিদুল আলম রতনের সঙ্গে টিভিএস লন্ডনের ফেসবুক লাইভ শোতে তামিম তাঁর লর্ডসে সেঞ্চুরির স্মৃতিচারণ করেছেন। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, আশির ঘরে পা দিয়ে সেঞ্চুরির জন্য তাঁর তর সইছিলো না। লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর জন্য তাই তাড়াহুড়ো করছিলেন।

এ প্রসঙ্গে তামিম বলেন, '৭০ থেকে ১০০ খুব দ্রুতই হয়ে গিয়েছিল। আমি ভাগ্যবান যে সে সময় বেশ কিছু বাউন্ডারি পেয়েছিলাম। আমি যখন ৯৬ বা ৯৭ রানে ছিলাম একটা বাউন্ডারি মেরেছিলাম। সিঙ্গেল নেয়ার মতো ধৈর্য ছিল না। যত দ্রুত সম্ভব আমি সেঞ্চুরি করতে চাইছিলাম। এটাই আমার মাথায় চলছিলো। প্রথম ইনিংসে আমি হাফ সেঞ্চুরি করেই আউট হয়ে গিয়েছিলাম। অনার্স বোর্ডে নাম উঠানো অনেক বড় একটা জিনিস।'

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫ চার আর ২ ছয়ে মাত্র ৯৪ বলে সেঞ্চুরি হাঁকানোর আগে প্রথম ইনিংসে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম। হাফ সেঞ্চুরি করলে অনার্স বোর্ডে নাম তোলার কোনো ব্যবস্থা নেই। তাই বাংলাদেশের এই ওপেনারের আক্ষেপ ছিল। যদিও পরের ইনিংসেই সেই আক্ষেপ দূর করেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসমম্যান।

তামিমের ভাষ্য, 'আমি যদি ঠিক বলে থাকি, ড্রেসিং রুমে পিটার নামের একজন ছিল। আমি তাঁকে বলেছিলাম, তুমি কি ফিফটি রানের জন্য একটা বোর্ড বানাবে? আমি তোমাকে এর খরচা দেবো। কারণ আমি সেঞ্চুরি করতে পারিনি। কোনায় তুমি একটা বোর্ড বানাও যেখানে আমার নাম থাকবে। যখন আমি সেঞ্চুরির খুব কাছে পৌছালাম। এই সুযোগটা আমি হারাতে চাইনি।'