ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভ

তামিমের দলে ডাক পাবেন তো বোলার মাশরাফি!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:33 শনিবার, 06 জুন, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব এখন তামিম ইকবালের কাঁধে। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজার। যিনি অধিনায়ক হিসেবে বাংলাদেশের সবচেয়ে সফল। জনপ্রিয়তায়ও শীর্ষে।

তাই তামিমের কাজটাও বেশ কঠিন। শনিবার (৬মার্চ) ক্রিকফ্রেঞ্জির লাইভ আড্ডায় বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক নিজের ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এক ভক্ত তামিমকে কমেন্টস বক্সে প্রশ্ন করেছিলেন, মাশরাফিকে তিনি দলে নেবেন কিনা।

অধিনায়কত্ব ছাড়ার পর সাধারণ খেলোয়াড়ের মতোই পারফরম্যান্স করে দলে টিকে থাকতে হবে মাশরাফিকে। তাই সাবেক এই অধিনায়কের দলে থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ। মাশরাফিকে নিয়ে এমন প্রশ্নের ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন তামিম।

তিনি বলেছেন, 'আমি একজন নতুন অধিনায়ক। আমার জন্য প্রথম নির্বাচনী সভায় অথবা প্রথম দল নির্বাচনে আমি যদি বলি আমার এই লাগবে সেই লাগবে, আমি ওকে চাই তাঁকে চাই, এটা কেমন হবে? আমার এই শ্রদ্ধা অর্জন করতে হবে। নির্বাচক, বোর্ড সবার কাছ থেকে। এই শ্রদ্ধাটা পারফরম্যান্সের মাধ্যমে অর্জন করতে পারি।'

তামিমের মতে বাংলাদেশে এমন কেউ নেই মাশরাফিকে দলে চাইবে না। যদিও অনেক কিছু বিবেচনা করেই তাঁকে দলে নিতে হবে। তামিমের বিশ্বাস বাধা পেরিয়ে দলে থাকতে পারবেন মাশরাফি। যদিও এই সিদ্ধান্তটা সঠিক সময়ের জন্যই রেখে দিয়েছেন তামিম।

তিনি বলেন, 'মাশরাফি ভাই একজন কিংবদন্তী। বাংলাদেশে এমন কেউ নাই যে তাঁকে নিবে না। তবে অনেক কিছু বিবেচনা করতে হবে। সঠিক সময় আসলে দেখা যাবে। এমন কেউ নাই তাঁকে নিবে না।'