আইপিএল

আইপিএলের চেয়ে ভালো পিএসএল !

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:51 শুক্রবার, 05 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পাকিস্তান সুপার লিগও (পিএসএল) ধীরে ধীরে গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে পিএসএল আইপিএলের চেয়ে এগিয়ে বলে মনে করেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানের এই কিংবদন্তী পেসার জানিয়েছেন, গত কয়েক বছরে অনেক বিদেশি খেলোয়াড়কে তিনি জিজ্ঞেস করেছেন আইপিএল আর পিএসএলের মধ্যে বোলিংয়ের দিক দিয়ে পার্থক্য কি? তারা বড় একটা পার্থক্যের কথা উল্লেখ করেছেন।

ওয়াসিম আকরাম বলেন, 'আমি গত কয়েক বছরে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে জিজ্ঞেস করেছি, বোলিংয়ের দিক দিয়ে আইপিএল আর পিএসএলের মধ্যে পার্থক্য কী? তাঁরা সবাই আমাকে বলেছে বোলিং-মানের দিক দিয়ে আইপিএলের চেয়ে পিএসএল এগিয়ে আছে।'

বোলিং শক্তির দিক দিয়ে পিএসএলের প্রতিটি দলই অনেক এগিয়ে বলে বিশ্বাস আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এই বোলিং কোচের। তিনি বলেন, 'আইপিএলের প্রত্যেকটা দলেই অন্তত একটা বোলার থাকবেই, যাকে ব্যাটসম্যানরা পেটাতে পারে। পিএসএলে অমনটা বলা যায় না।'

যদিও আইপিএলের সঙ্গে পিএসএলের কোনো তুলনা উচিত নয় বলেই মনে করেন তিনি। ওয়াসিম বলেছেন, 'আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা করা ঠিক না। পিএসএল শুরু হয়েছে পাঁচ বছর হলো। এর মধ্যে মাত্র একবার পাকিস্তানের মাটিতে হয়েছে এই টুর্নামেন্ট। আমরাও বুঝতে পেরেছি পাকিস্তানের জন্য এই টুর্নামেন্টটা কত গুরুত্বপূর্ণ। তবে আমার মতে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখন পিএসএল। গত এক যুগ ধরে আইপিএল চলছে। তাদের অভিজ্ঞতাও বেশি। অনেক অর্থের ছড়াছড়ি সেখানে।'