করোনা পরিস্থিতি

জুলাইয়ের আগে মাঠে ফিরছে না খেলাধুলা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:34 শুক্রবার, 05 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

জুলাইয়ের আগে দেশে খেলাধুলা শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন চান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। করোনার কারণে দেশের সব খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে। সরকারের নির্দেশে ৩১ মে পর্যন্ত দেশের খেলাধুলার ফেডারেশন এবং বোর্ডগুলোর বন্ধ ছিল।

সরকারের ঘোষিত সাধারণ ছুটি শেষ হয়েছে গত ৩১মে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বোর্ড এবং ফেডারেশনগুলো খোলার অনুমতি দিয়েছে সরকার। এবার খেলা শুরু নিয়েও জল্পনা-কল্পনা করছে সবাই। যদিও ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার প্রয়োজনের তাগিদে সবকিছু খুলে দিলেও ক্রীড়াঙ্গনের পরিস্থিতি ভিন্ন।

এ প্রসঙ্গে জাহিদ আহসান রাসেল বলেন, ‘দেখুন, সরকার প্রয়োজনের তাগিদে অনেক কিছু খুলেছে। গার্মেন্টসগুলো খোলার পর কিন্তু অনেক কর্মচারীর নিজেদের সংসারের খরচ মেটাতে পারছে। তবে ক্রীড়াঙ্গন কিন্তু সে রকম না। আমাদের সামনে এমন কোনো জরুরি খেলাধুলা নেই যে এখনই শুরু করতে হবে। আরো সময় নিয়ে দেখেশুনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এজন্য কিছু সময়ের প্রয়োজন জানিয়ে তিনি বলেন, কিছু খেলা আছে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা যায়। যে খেলাগুলোয় ফিজিক্যালি কোনো কনটাক্ট নেই। ধরুন দাবা, সিঙ্গেল ব্যাডমিন্টন, সিঙ্গেল টেবিল টেনিস, টেনিস, আরচারি, শ্যুটিং এরকম আরো কয়েকটি। এ সব ফেডারেশন জরুরি মনে করলে আয়োজন করতে পারবে অন্য খেলাগুলোর আগে। তবে সেটা কোনোভাবেই জুনের পর ছাড়া নয়।'

১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করে দেশে সব ধরনের খেলাধুলা স্থগিত করে দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করে ১৮ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম লকডাউন ঘোষণা করা হয় সরকারি ছুটি ঘোষাণার আগে। মাঠকর্মী ও নিরাপত্তা সদস্য স্টেডিয়ামে কর্মরত থাকলেও কর্মকর্তারা অফিসিয়াল কাজকর্ম করছেন অনলাইনে। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন জুলাইয়ের প্রথম দিকে খেলাধুলা কবে চালু হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।

দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের দেশের মানুষ এমনিতে একটু অসচেতন। তাই খেলাধুলা শুরু করে আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। এই মাসটা দেখবো। তারপর জুলাইয়ের প্রথম দিকে আমরা সিদ্ধান্ত নিবো লোকাল খেলাধুলা কবে চালু হবে। তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট থাকলে তার বিষয়টি ভিন্ন। যেমন ফুটবল ক্রিকেট। এসব খেলাধুলায় যদি সামনে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকে। তাহলে স্বাস্থ্যবিধি মেনে ফেডারেশনগুলো নিজ উদ্যোগে তা চালু করতে পারবে। সেগুলো আবার আমরা গভীরভাবে মনিটরিং করবো। যাতে করে আমাদের খেলোয়াড়রা কোনো রকম বিপদে না পড়ে।'