আইপিএল

নিজের ভুল বুঝতে পেরেছেন বিলিংস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:00 বৃহস্পতিবার, 04 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস নিজেকে সীমিত ওভারের ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। যদিও ক্যারিয়ারের মধ্য গগণে এসে তিনি বুঝতে পেরেছেন তিনি ভুল করে ফেলেছেন।

সাদা পোষাকেও ইংল্যান্ড দলকে অনেক কিছু দিতে পারতেন বলে মনে করেন তিনি। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন বিলিংস। টেস্ট খেলতে সুযোগ না পেয়ে এখন নিজেকেই দুষছেন এই উইকেটরক্ষক ব্যাটমস্যান।

'ক্রিকইনফো'র সঙ্গে এক সাক্ষাৎকারে বিলিংস বলেন, ‘এটার জন্য (সাদা বলের ক্রিকেটেই আটকে থাকা) আমি নিজেকে ছাড়া আর কাকেই বা দোষ দিতে পারি! আমার মনে হয়, আমি টেস্ট দলেও সুযোগ পেতে পারতাম। বিশেষ করে একজন ব্যাটসম্যান কিংবা উইকেটরক্ষক পজিশনে। আমার মনে হয় এটা খুব রোমাঞ্চকর হবে। আমি শুধু সাদা বলের খেলোয়াড় হিসেবে একটা গণ্ডির মধ্যে আটকে থাকতে চাই না। আমি এর চেয়ে ভালো খেলোয়াড়।’

ক্যারিয়ারের শুরুতে আইপিএলে দল পাওয়ার আসায় নিজেকে সীমিত ওভারের ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বিলিংস। তিনি জানিয়েছেন, টাকার লোভে আইপিএলে খেলতে যাননি তিনি। আইপিএল খেলে আর্থিক ভাবে খুব একটা লাভবান হননি বলে জানালেন এই ইংলিশ ব্যাটসম্যান।

বিলিংস বলেন, ‘আমি চারটি আইপিএল খেলেছি। একজন তরুণ খেলোয়াড় নিজের উন্নতির জন্য এমন একটি সুযোগ হাতছাড়া করতে চাইবে না। প্রথম দুই বছর আমি আর্থিকভাবে খুব একটা লাভবান হইনি। আমার জন্য এটা ছিল কেবল একটা সুযোগ, দিল্লি আমাকে ভিত্তিমূল্যেই কিনে নিয়েছিল (২০১৬ সালে ৩০ লাখ রুপিতে)।’

জাতীয় দলে ফেরার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৩৪ রান করতে পারেন বিলিংস। যার ফলশ্রুতিতে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়েন।

এরপরই সিরিয়াস হয়ে যান বিলিংস। কাউন্টি চ্যাম্পিয়নশিপে টানা তিন ইনিংসে কেন্টের হয়ে সেঞ্চুরি করেন। সেইসঙ্গে সিদ্ধান্ত নেন আর কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না। সব মনোযোগ তার প্রথম শ্রেণির ক্রিকেটেই।