সিপিএল

মিরাজ বন্দনায় কেকেআর প্রধান নির্বাহী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:03 বুধবার, 03 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের প্রশংসা করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান নির্বাহী ভেঙ্কি মিশোর।

কেকেআরের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) দল নিয়েছে বলিউড তারকা শাহরুখ খানের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। ত্রিনবাগো নাইট রাইডার্স নামের দলটির প্রধান নির্বাহীও ভেঙ্কি মিশোর।

২০১৭ সালের সিপিএলে এই দলের হয়ে খেলতে গিয়েছিলেন মিরাজ। তাঁর দল দুর্দান্ত খেললেও মিরাজকে বসে থাকতে হয়েছে দর্শক হয়ে, একটা ম্যাচেও একাদশে সুযোগ হয়নি তাঁর। 

যদিও তরুণ এই অলরাউন্ডারকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অলরাউন্ডার মনে করছেন মিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি 'পাওয়ার প্লে' নামক অনুষ্ঠানে লাইভে এসে মিরাজ প্রসঙ্গে এমনটা জানান মিশোর।

তিনি বলেন, 'বাংলাদেশে এখন অনেক তরুণ ক্রিকেটার আছে। এরমধ্যে মিরাজকে আমি খুব পছন্দ করি। সে অসাধারণ ক্রিকেটার। খুবই প্রতিভাবান। সে পাওয়ার প্লে'তে বোলিং করে থাকে। এমনকি টেস্ট ম্যাচেও লম্বা সময় ধরে বোলিং করে। নিচের সারিতে সে দারুণ ব্যাটিং করে। খুবই ভালো একটা ছেলে। আমি সত্যিই তাকে খুব পছন্দ করি। 

বাংলাদেশে অনেক তরুণ ক্রিকেটার আসছে। মিরাজকে যেহেতু আমি কাছ থেকে চিনি, সেহেতু আমি তার সম্পর্কে ভালো করে জানি। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে কোনও এক বছরে মিরাজ খেলেছে। বাংলাদেশ এটা কীভাবে করে আমি জানি না, কিন্তু ওরা প্রতি বছরই প্রতিভাবান ক্রিকেটার বের করে আনে।'