করোনা পরিস্থিতি

ক্রিকেট একাডেমির কোচদের পাশে দাঁড়ালেন মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:54 মঙ্গলবার, 02 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

মহামারী করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজ উদ্যোগে, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গড়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন বিপাকে পড়া মানুষদের উদ্দেশ্যে।

এরই ধারাবাহিকতায় এবার বিসিবি'র তালিকাভুক্ত ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমির কোচদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কিছুদিন আগে নিলামে তাঁর ১৮ বছরের ব্রেসলেটটির বিক্রি হয় ৪২ লক্ষ টাকায়। সেই অর্থের একাংশ উপহার হিসেবে দিলেন ৮২ জন কোচকে।

মঙ্গলবার (২ জুন) নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এই উপহার সামগ্রী কোচদের হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও নড়াইলের কৃতি সন্তান ড. কে এম সালাউদ্দিন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আমিরুল ইসলাম ইকবাল, সৈয়দ সুলতান আবেদিন ও আব্দুল্লাহ আল জাবের।

দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিক বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রিকেটের বড় বড় তারকা তৈরির নেপথ্যের কারিগর এই কোচদের প্রত্যেক জনকে ৩ হাজার টাকা করে উপহার হিসেবে দেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য ১ লক্ষ টাকা পৌঁছে দেওয়া হয় ডাকসু'র কাছে।

মাশরাফির ব্রেসলেট হতে প্রাপ্ত মোট অর্থের ২৫ লক্ষ টাকা ব্যয় হবে নড়াইলের জন্য। ১৫ লক্ষ টাকা ব্যয় হবে মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধাদের কল্যাণে, ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায়, ঢাকা শহরের ক্রিকেট কোচের আর্থিক সহায়তায় ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিনামূল্যে রক্ত দাতাদের সংগঠনের উন্নয়নে।