ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভ

সাইফউদ্দিনের আইডল সাঙ্গাকারা-ওয়াকার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:29 রবিবার, 31 মে, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

সীমিত ওভারের ক্রিকেটে ক্রমেই বাংলাদেশের ভরসা হয়ে উঠছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফিউদ্দিন। যদি ইনজুরির কারণে দলে নিয়মিত হতে পারছেন না তিনি। এই পেস বোলিং অলরাউন্ডার ক্রিকফ্রেঞ্জির সঙ্গে ফেসবুকে লাইভ আড্ডা দিয়েছেন।

সাইফউদ্দিন জানিয়েছেন, ব্যাটিংয়ে তাঁর অনুপ্রেরণা লঙ্কান ক্রিকেট গ্রেট কুমার সাঙ্গাকারা আর বোলিংয়ে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুস। ক্রিকেটে এই দুজনকেই অনুসরণ করেন ডানহাতি পেসার।

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেছেন, 'ব্যাটিংয়ে আমার আইডল সাঙ্গাকারা। কারণ সে বাঁহাতি। আর বোলিংয়ে আমার আইডল ওয়াকার ইউনুস। ছোটোবেলা থেকেই তাদের ভক্ত আমি।' 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে হাসান আলীর কল্যাণে ওয়াকারের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল সাইফউদ্দিনের। সিলেট সিক্সার্সের এই কোচ সাইফউদ্দিনকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জ সাইফউদ্দিন খুব সহজেই মোকাবেলা করেছিলেন।

এই পেস বোলিং অলরাউন্ডারের ভাষ্য, 'হাসান আলী বলেছিল, তোমার একটু কথা বলবে ও। আমি বলেছিলাম। তোমাকে যখন দেখি টেস্ট বলো, ওয়ানডে বলো, লাল বল, সাদা বল সব জায়গায় চোখ বন্ধ করে ইয়র্কার মারো। আমিও চেষ্টা করি হবে কিনা জানি না।'

ওয়াকারের দেয়া চ্যালেঞ্জ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, 'তখন কামরুল ইসলাম রাব্বি ভাই সিলেট সিক্সার্সের অনুশীলনে ইয়র্কার অনুশীলন করছিলো। তখন সে একটি বোতল দিল। বলতো এখানে শুধু হিট করো। টার্গেট করো শুধু বোতলটা। আমি তিনটাতে তিনটাই বোতলে লাগিয়েছি। পরে আমি বলেছি আরেকটু চ্যালেঞ্জ কিছু দাও আমাকে।'

'তখন বোতল খুলে শুধু কর্ক দিল আমাকে। আমি তিনবারের মধ্যে দুইবারই কর্কে লাগিয়েছি। এরপর আমাকে কিছু রান আপের টিপস দিয়েছিল। বলেছিল এখন করার দরকার নাই খেলা চলাকালীন। পরে সময় পেলে যেন করি।'