ঢাকা প্রিমিয়ার লিগ

এখনও ধোঁয়াশায় ডিপিএলের সপ্তম আসর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:44 শনিবার, 30 মে, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের প্রাদূর্ভাবে বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। করোনার ঝুঁকি অগ্রাহ্য করেই মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৭ম আসর। কিন্তু এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায় লিগটি। যদিও ঈদের পরেই ডিপিএল শুরুর দাবি করেছিল, ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কিন্তু এখন পর্যন্ত খেলা শুরুর কোনো সুখবর দিতে পারেনি লিগের নিয়ন্ত্রক কর্তপক্ষ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)।

৩১ মে শেষ হতে যাচ্ছে সাধারণ ছুটি। সীমিত আকারে চালু হচ্ছে সবকিছুই। ফলে গুঞ্জন উঠে ক্রিকেটের মাঠে ফেরা নিয়ে। কিন্তু এখনও সরকারের দিকে তাকিয়ে রয়েছে সিসিডিএম। কেবলমাত্র সরকারের সবুজ সংকেত পেলেই মাঠে গড়াবে খেলা এমনটাই বলছেন সংস্থাটির কর্মকর্তারা।

সরকারের নির্দেশনা পেলে ১২টি ক্লাবের সঙ্গে সভায় বসবে সিসিডিএম। এরপর চূড়ান্ত হবে খেলা মাঠে ফিরবে কি না। এর আগে লিগ নিয়ে কোন ধরনের আলোচনায় বসার প্রয়োজনীয়তাই দেখছেন না লিগ নিয়ন্ত্রক কর্তারা।

শনিবার (৩০ মে) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন।

আলী হোসেন বলেন, ‘খেলা চালু নিয়ে সরকারি নির্দেশনা পেলেই আমরা ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বসব। তার আগে আলোচনা করে তো লাভ নেই। খেলোয়াড়দের স্বাস্থ্যগত নিরাপত্তাই আমাদের কাছে মুখ্য। আইসিসির গাইডলাইন থাকবে। ক্লাবের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে সিসিডিএম জানিয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ঈদের পর ডিপিএলের বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু বিবেচনা করতে হবে তাঁদের। এরপরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে তাঁরা।