ইংল্যান্ড ক্রিকেট

তৃতীয় দফা বাড়ল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের স্থগিতাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:41 শুক্রবার, 29 মে, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

করোনাভাইরাস পরিস্থিতিতে তৃতীয়বারের মতো ঘরোয়া ক্রিকেটের স্থগিতাদেশ বাড়ালো  ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১ আগস্ট পর্যন্ত ঘরোয়া ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত ইসিবি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। ইসিবি এই গ্রীষ্মের শেষ দিকে ছেলে ও মেয়েদের ঘরোয়া ক্রিকেট আয়োজনের ব্যাপারে আশাবাদী।

করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় ২৮ মে পর্যন্ত ঘরোয়া ক্রিকেট স্থগিত ঘোষণা করেছিল ইসিবি। এরপর তা বাড়িয়ে নেয়া হয় ১ জুলাই পর্যন্ত। ইংল্যান্ডের নতুন ক্রিকেট মৌসুম শুরুর কথা ছিল গত ১২ এপ্রিল।

করোনার বিস্তারের কারণে ব্যপক ক্ষতির মুখে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট।  এর কারণে এক বছর পিছিয়ে গেছে একশ বলের টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'। আর্থিক ক্ষতি কমাতে আন্তর্জাতিক ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্ট মাঠে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ইসিবি।

কদিন আগেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুশীলন শুরু করেছেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দল। পরিস্থিতি অনুকূলে আসলে আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজ খেলবে ইংলিশরা।