লকডাউন লাইভ

সৌম্যরও অস্বস্তির কারণ সাকিব

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 11:45 মঙ্গলবার, 26 মে, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০১৪ সালে লাল সবুজ জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হয়েছিলেন সৌম্য সরকার। তাঁর অভিষেকের সময়টাতে দলে ছিল সিনিয়র ক্রিকেটারদের ছড়াছড়ি। মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকের মতো তারকাদের সঙ্গে ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই ড্রেসিংরুম শেয়ার করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

এই তারকা খেলোয়াড়দের সঙ্গে কাটিয়েছেন লম্বা একটি সময়। কিন্তু এতো দিনেও জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতে পারেননি সৌম্য। সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ড্রেসিংরুমে বসেন সাকিব আল হাসানের ঠিক পাশেই। কিন্তু তারপরও কেন এতোটা দূরত্ব? উত্তরটা দিলেন সৌম্য নিজেই। জানালেন এখনও সাকিবের সঙ্গে বসতে গেলে, কিছু করতে গেলে তাঁর অস্বস্তি লাগে।

সৌম্য বলেন, 'অস্বস্তি এখনও লাগে। আমি প্রথম ড্রেসিং রুমে গিয়ে বসেছিলাম সাকিব ভাইয়ের পাশে। এখনও সাকিব ভাইয়ের পাশে বসি। আমরা যেই কর্ণারে বসি সেখানে কেউই বসে না। সাকিব ভাইকে আগে থেকেই সম্মান করি। অনেক বছর ধরে খেলেছি ভাইয়ের সাথে।'

তবে সৌম্যর এই অস্বস্তি নতুন কিছু নয়। এর ইতিহাস বেশ পুরোনো। যার শুরুটা হয়েছিল বিকেএসপিতে থাকা অবস্থায়।

জাতীয় দলের এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, 'বিকেএসপি থেকেই তাঁর সাথে অতোটা কমফরটেবল আমি না। তাঁর পাসে বসলেও অস্বস্তি লাগে, উনি কিছু মনে করেন কিনা। এটা এখন পর্যন্ত, ওখানে গিয়ে আমি কি ব্যাট রাখবো, প্যাড রাখবো চিন্তা করতে থাকি। কি মনে করে তখন আবার আরেক সমস্যা।'