লকডাউন

এখনও ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:07 সোমবার, 25 মে, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখেন হরভজন সিং। ডানহাতি এই স্পিনারের দাবি টি-টোয়েন্টি ফরম্যাটে দেশকে প্রতিনিধিত্ব করার মতো ফিট আছেন তিনি। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন এই স্পিনার।  

২০১৬ এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ দেশের হয়ে মাঠে নেমেছিলেন হরভজন। ৪ বছর জাতীয় দলের বাইরে থাকলেও ৩৯ বছর বয়সেও দেশের হয়ে খেলার আশা ছেড়ে দেননি তিনি। এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই অফ স্পিনার।

আগামী জুলাইয়ে ৪০ এ পা দেবেন হরভজন। মূলত আইপিএলের পারফরম্যান্সের বিবেচনা করেই ভারতের হয়ে আবারও মাঠে নামার ইচ্ছা পোষণ করেছেন তিনি। হরভজনের বিশ্বাস, সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর অভিজ্ঞতা চাইলে কাজে লাগাতে পারে ভারত।

হরভজন বলেন, 'আমি প্রস্তুত। যদি আইপিএলে ভালো বোলিং করতে পারি, যা বোলারদের জন্য কঠিন একটি টুর্নামেন্ট। কারণ এখানের বাউন্ডারি ছোট এবং বোলারদের জন্য চ্যালেঞ্জিং। বিশ্বের সেরা ক্রিকেটাররা আইপিএল খেলে থাকেন।' 

'তাদের বিপক্ষে বোলিং করা অনেক চ্যালেঞ্জিং আইপিএলে ভালো করতে পারলে জাতীয় দলেও পারব। আমি পাওয়ার প্লে এবং মিডল ওভারে নিয়মিত ভালো বোলিং করেছি এবং উইকেটও নিয়েছি।' আরও যোগ করেন এই স্পিনার।

আইপিএলের অন্যতম সেরা স্পিনার হরভজন। ১৫০ উইকেট নিয়ে টুর্নামেন্টটির তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টানা ১০ মৌসুম খেলেছেন এই স্পিনার। সর্বশেষ দুই মৌসুমে জার্সি জড়িয়েছেন চেন্নাই সুপার কিংসের।