ফেসবুক লাইভ

আরও ছয় বছর খেলতে চান তামিম

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 22:48 রবিবার, 24 মে, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে আরো ছয় বছর খেলতে চান তামিম ইকবাল। সম্প্রতি জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে ফেসবুক লাইভের আড্ডায় এমনটাই জানিয়েছেন এই টাইগার ওপেনার।   

২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। এরপর থেকে এখন পর্যন্ত দেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। ইচ্ছা দলকে আরো কিছু এনে দেয়ার।

ফেসবুক লাইভে এই প্রসঙ্গে তামিম বলেছেন, 'আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশকে ছয় বছর সার্ভিস দেয়া। এরপর আমি ব্যবসায়ী হবো নাকি ক্রিকেটের সঙ্গে থাকবো সেটা দেখা যাবে। আমার তেমন কোনো নিয়ে ভাবনা নেই এখন পর্যন্ত। আমি চেষ্টা করবো অন্তত ছয় বছর খেলতে।'

করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে দিনাতিপাত করছেন বেশিরভাগ মানুষ। এমতাবস্থায় সকলকে আনন্দের খোরাক দিতে বেশ কিছু লাইভ প্রোগ্রামের আয়োজন করেছেন তামিম। যেখানে তাঁর সঙ্গে আড্ডায় বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসির মতো তারকারাও যুক্ত হন।

বাংলাদেশের অনেক তারকা ক্রিকেটারদের সঙ্গেও আড্ডায় সামিল হন তামিম। দারুণ দক্ষতায় সেসকল লাইভ অনুষ্ঠান সঞ্চালনও করেন তিনি। আর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে আগামীতে ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক কিনা তামিম। 

তবে এখনই এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশের ওয়ানডে দলপতি। তাঁর ভাষ্যমতে, 'না ভাই, আমি এমন কখনো চিন্তা করিনি। আমি যে লাইভ দিয়ে এসব লাইনে চলে যাবো তেমনটা কখনো মাথায় আসেনি। সত্যি কথা বলতে কে জানে খেলা শেষ হওয়ার পর আমি কোথায় থাকবো। আমি ধারাভাষ্যকার হবো, ক্রিকেটের সঙ্গে থাকবো কিনা সেটাও তো আমি জানি না।'