ক্রিকেটারদের স্মারক নিলাম

সাকিব-মুশফিকদের ব্যাট ফিরিয়ে আনার চেষ্টা করবে বিসিবি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:52 বুধবার, 20 মে, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসতে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের ক্রিকেটীয় স্মারক নিলামে বিক্রি করছেন। সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সেখানে নিজের বক্তব্য প্রদানের সময় নাজমুল হাসান বলেন, 'আমি উদ্যোগ নেব তো অবশ্যই। সবসময়ই ইচ্ছে ছিল। এখন এখানে তো আমরা নিলামে অংশ পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।'

করোনার সংক্রমণের শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ নিজেদের বিভিন্ন স্মারক নিলামে বিক্রি করেছেন।

এ ছাড়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী নিজের জার্সি-গ্লাভস বিক্রি করেছেন। এর মধ্যে সাকিব আল হাসান বিশ্বকাপে ব্যবহৃত একটি ব্যাট বিক্রি করেছেন। মুশফিক বিক্রি করেছেন তাঁর প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট।