তামিমের লাইভ আড্ডা

তামিম-সাকিবের সঙ্গে জমজমাট লড়াই হতো ওয়াসিমের!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 01:15 বুধবার, 20 মে, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

তরুণ প্রজন্মের কারো ওয়াসিম আকরামের বোলিং দেখার সৌভাগ্য হয়নি। তবে ইউটিউবের কল্যাণে চাইলেই পাকিস্তানের কিংবদন্তী এই পেসারের বোলিং নৈপুণ্য দেখা যায়। সে সুবাদেই নতুন প্রজন্মের অনেকেই ওয়াসিমের ভক্ত।

বর্তমান প্রজন্মের অনেক ক্রিকেটারও ওয়াসিমের বোলিং দেখে শিহরণ অনুভব করেন। বাংলাদেশের তামিম ইকবাল অথবা সাকিব আল হাসানরা যদি ওয়াসিমের বিপক্ষে খেলতেন কেমন হতো?

ওয়াসিম নিজেই তামিমের সঙ্গে লাইভ আড্ডায় জানিয়েছেন, লড়াইটা বেশ জমতো। তিনি বলেন, 'লড়াইটা খুব জমজমাট হতো, বিশেষ করে তোমার (তামিম) আর সাকিবের বিপক্ষে। তোমরা দুজনই বাঁহাতি।'

তামিম অবশ্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি ওয়াসিমের মুখোমুখি হতে চান না। বাংলাদেশের এই ওপেনারের ভাষ্য, 'আমি আপনার মুখোমুখি হতেই চাইনা, আমরা অনেক  ভাগ্যবান যে আপানকে খেলতে হচ্ছে না।'

খেলোয়াড়ি জীবনে অসংখ্যবার বাংলাদেশে এসেছেন ওয়াসিম। তিনি বাংলাদেশের মাঝের ঝোল এখনও মিস করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশে ক্লাব ক্রিকেট খেলে এমন ক্রিকেটারদের কাছ থেকে আগে শুনেছিলাম, ওরা বলেছিল মাঠে দর্শকপূর্ণ থাকে, এখানে সবাই খেলাটা ভালোবাসে। তবে আমি ভাবতে পারিনি, বাংলাদেশে ক্রিকেট এতো বড় ব্যাপার। আমি বাংলাদেশের ঝোল মিস করি। মাছের ঝোল।'